রাজ্য

৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের নিরিখে জয়জয়কার জেলার, প্রথম দশে স্থান পেল না কলকাতা

মাধ্যমিক পরীক্ষার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। আজ, শুক্রবার ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। ফের মাধ্যমিকে জয়জয়কার জেলার। তবে প্রথম দশে স্থান পেল না কলকাতা।

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ পাশ করেছে। এই বছরের মার্কশিটে ওভারঅল গ্রেড থাকছে। মোট নম্বরের জেনারেল পারফর্ম্যান্সও থাকছে। প্রত্যেক মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড থাকছে।

এই বছরের মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী সেই। তার প্রাপ্ত নম্বর ৭০০-এর মধ্যে ৬৯৭। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে দেবদত্তা। দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের শুভম পাল ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের রিফত হাসান। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। ৯৮.৭১ শতাংশ নম্বর।

জেলার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। ৯৬.৮১ শতাংশ পূর্ব মেদিনীপুর। কালিম্পং ৯৪.১৩ শতাংশ। কলকাতা ৯৩.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।

আজ বেলা ১২টা থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল। নিচে দেওয়া এই পদ্ধতিতে জানু এই বছরের মাধ্যমিকের ফলাফল-

  • org, wbresults.nic.in ওয়েবসাইটে যান
  • হোমপেজে WB 10th result 2023 লিঙ্ক ক্লিক করুন
  • নতুন লগইন পেজ আসবে
  • এরপর রোল নম্বর ও জন্মের তারিখ দিতে হবে
  • তাহলে মাধ্যমিক ২০২৩-এর ফল জানা যাবে।
  • প্রয়োজনে প্রিন্ট আউট নিয়ে নিন।

Back to top button
%d bloggers like this: