পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত সায়নী, যাচ্ছেন না ইডি দফতরে, মেইল করে জানালেন তৃণমূল নেত্রী

আজ, বুধবার দ্বিতীয়বার তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন হাজিরা দেবেন না তিনি, এমনটাই মেইল করে জানালেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি এও জানান যে ১১ই জুলাইয়ের পর যে কোনও দিন ডাকলে তিনি হাজিরা দিতে পারবেন।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে সায়নীর। এই দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের থেকে প্রথম শোনা যায় সায়নীর নাম। এরপর থেকেই ইডি-র নজরে ছিলেন তৃণমূল নেত্রী। গত ৩০শে জুলাই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। নির্দেশ অনুযায়ী হাজিরাও দিয়েছিলেন সায়নী। প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে বেরিয়ে এসে সায়নী বলেছিলেন তিনি ১১ শতাংশ সহযোগিতা করেছেন তদন্তে। প্রয়োজনে ২৪ ঘণ্টার জেরাতেও রাজি তিনি।
ইডির স্ক্যানারে রয়েছে সায়নীর সম্পত্তি। তাঁর ফ্ল্যাট, গাড়ির নানান নথি তলব করেছে ইডি। সেই নথি নিয়েই আজ, বুধবার ফের ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সায়নীর। কুন্তলের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কী না, তা তদন্ত করে খতিয়ে দেখতে চায় সায়নী।
গতকাল, মঙ্গলবার কাটোয়ায় নির্বাচনী প্রচার বাতিল করেছিলেন সায়নী। শোনা যায়, তাঁর মায়ের অসুস্থতার কারণে প্রচারে যাচ্ছেন না তিনি। সেই থেকেই ধোঁয়াশা তৈরি হয় যে আজ, বুধবার তিনি আদৌ ইডি দফতরে যাবেন কী না। এবার সবটা স্পষ্ট। সকাল ১০টা নাগাদ সায়নী মেইল করে ইডি-কে জানিয়েছেন আজ হাজিরা দিতে পারবেন না তিনি।