রাজ্য

‘বড্ড বার বেড়েছে ওরা’, পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, ভয় পাচ্ছেন নাকি মমতা?

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষে লাল বাহিনীর মুখে বেশ হাসি ফুটেছে। মনোনয়ন সংখ্যা দেখে বামেদের মত, মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। গ্রামে গ্রামে কমরেডের সংখ্যা বাড়ছে। এবার পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই ফের সিপিএমকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সিপিএমটা বড্ড বেড়েছে’, এমনটাই খোঁচা তাঁর।

ঠিক কী বলেছেন মমতা?

গতকাল, মঙ্গলবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সিপিএমকে তুলোধোনা করেন মমতা। বলেন, “সিপিএমটা বড্ড বেড়েছে। বেড়েছে মানে সংগঠন বাড়েনি। কুৎসা আর বাজে বাজে মুখের ভাষায় বড্ড বাড়বাড়ন্ত হয়েছে। আমরা তো বদল চেয়েছিলাম। কিন্তু ওদের কী মুখের ভাষা”।

বাম আমলে ‘দুষ্কৃতীরাজের’ কথা মনে করিয়ে মমতা বলেন, “আমরা যখন কংগ্রেস করতাম, কংগ্রেস কর্মীদের হাত কেটে নেওয়া হত, যাতে হাত চিহ্নে ভোট দিতে না পারে। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম কিছুই ভুলিনি”। তাঁর কথায়, “বামপন্থীদের কিছু মানুষ এতদিন ঘুমিয়ে ছিলেন, এখন হঠাত জেগে উঠেছেন। একবার ভেবে দেখুন কাদের সমর্থন করছেন”।

বাম, কংগ্রেস ও আইএসএফ-কে একযোগে বিঁধে এদিন মমতা বলেন, “বাংলায় সিপিএম পার্টি ঢুকেছে কয়েকটা, কংগ্রেস পার্টি ঢুকেছে, কী মুখের ভাষা”।

আইএসএফকেও তুমুল কটাক্ষ শানান তৃণমূল সুপ্রিমো

আইএসএফ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আইএসএফ বিজেপির পকেটের পার্টি। বিজেপির টাকা নিয়ে করছে। আমি আইএসএফকে এক ফোটাও গুরুত্ব দিচ্ছি না। বিজেপির টাকায় চলছে, বিজেপি যেদিন টাকা দেওয়া বন্ধ করে দেবে, সেদিন বন্ধ হয়ে যাবে। ওদের তো নিজেদের প্রতীকও নেই। জঙ্গলমহলেও ওরা কুড়মিদেরও এভাবেই উসকানি দিচ্ছে। যে কুড়মিদের বিক্ষোভ করাচ্ছে সে তো কোটিপতি। ওকে বিজেপিকে কোটি কোটি টাকা দিয়েছে”।

গ্রাম পঞ্চায়েত স্তরে দুর্নীতি হয়েছে, তা মেনে নিয়েছেন মমতা। কিন্তু এখানেও সেই সিপিএমকেই দায়ী করেন তিনি। বলেন, “আমাদের ১ শতাংশ লোক, যারা হয়তো সিপিএম থেকে এসেছে তারা ভুলভাল করেছে। পঞ্চায়েত স্তরে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। আর এখন তো সরাসরি কেন্দ্র পঞ্চায়েতকে টাকা দেয়। তাও আমরা দলের তরফে চেষ্টা করছি। যারা দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে টিকিট দেওয়া হয়নি”।

Back to top button
%d bloggers like this: