‘বাংলার মানুষ যাতে দুধে-ভাতে থাকেন, সেটাই চান মুখ্যমন্ত্রী’, এবার মমতাকে মা অন্নপূর্ণার সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ

প্রথমে নির্মল মাজির, তারপর বাগদার তৃণমূল বিধায়ক, আর এবার সায়নী ঘোষ (Saayoni Ghosh)। একের পর এক তৃণমূল নেতা-নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে এমন সব মন্তব্য করছেন, বা বলা ভালো এমন কিছু তুলনা টানছেন, যার জেরে বারবার তারা শিরোনামে উঠে আসতে বাধ্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মা অন্নপূর্ণার (Devi Annapurna) সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
গতকাল, বুধবার উত্তর ২৪ পরগণার হাড়োয়ার এক দলীয় সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এদিনের এই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের চেনা ছন্দেই আক্রমণ শানান তিনি। এরপরই মমতার সঙ্গে টানেন মা অন্নপূর্ণার তুলনা।
এদিন সভা থেকে সায়নী বলেন, “মা অন্নপূর্ণার মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কথা ভাবেন। বাংলার মানুষ যাতে দুধে ভাতে থাকেন, সেটাই চান মুখ্যমন্ত্রী। এ রাজ্যের বাসিন্দাদের বিপদে আপদে নরেন্দ্র মোদী বাঁচাতে আসেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকেন সবসময়”।
এদিন গেরুয়া শিবিরকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি। সেই কারণেই নাকি নানান সরকারি প্রকল্প থেকে নরেন্দ্র মোদী বাংলার মানুষকে বঞ্চিত করছেন। কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ জানান সায়নী।
এদিন নব নির্মিত অশোক স্তম্ভ নিয়ে বিতর্কের প্রসঙ্গও টেনে আনেন সায়নী। বলেন, প্রধানমন্ত্রী বাংলার মানুষকে বঞ্চিত রেখে ৪ হাজার কোটি টাকার প্লেন, ২০ হাজার কোটি টাকার অশোক স্তম্ভ বানাচ্ছেন। তবে সায়নীর কথায়, এসব করে বাংলার মানুষকে মমতাবিমুখ করা যাবে না।
বলে রাখি, কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা সারদার তুলনা টানেন। এরপরই বাগদার তৃণমূল বিধায়ক মমতার সঙ্গে রানি রাসমনির তুলনা করেন। আর এবার মা অন্নপূর্ণার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা। সায়নী ঘোষের নতুন এই মন্তব্যের জেরে যে ফের একটা নতুন বিতর্ক শুরু হতে চলেছে তা বেশ স্পষ্ট।