রাজ্য

ভোগান্তির শেষ নেই যাত্রীদের! ফের সপ্তাহান্তে শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল বাতিল, চলবে মেরামতির কাজ

মেরামতির কাজ চলবে সেই কারণে শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল বাতিল করা হয়েছে রেলের তরফে। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বাতিল একগুচ্ছ ট্রেন। এর জেরে যে যাত্রীদের ভোগান্তি বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে শিয়ালদহ মেইন শাখায় ব্রিজ ও লাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণে সপ্তাহের শেষের দু’দিন বাতিল থাকবে একাধিক লোকাল। শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত একাধিক লোকাল বাতিল করা হয়েছে বলে খবর। রবিবার স্কুল, কলেজ, অফিস ছুটি। সেই কারণেই এই দিন বেছে নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, শনিবার রাতে একটি করে নৈহাটি, রানাঘাট, শান্তিপুর ও কল‌্যাণী সীমান্ত বাতিল করা হবে। রবিবার বাতিল থাকবে পাঁচ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল‌্যাণী সীমান্ত, তিন জোড়া রানাঘাট, দু’জোড়া করে বারাকপুর এবং শান্তিপুর লোকাল ও এক জোড়া করে কৃষ্ণনগর ও গেদে লোকাল। শনিবার যে ট্রেনগুলি বাতিলের খাতায় রয়েছে-

  • ৩১৪৪৩ আপ শিয়ালদহ -নৈহাটি লোকাল
  • ৩১৪৫০ ডাউন নৈহাটি- শিয়ালদহ লোকাল
  • ৩১৬২৯ আপ শিয়ালদহ -রানাঘাট লোকাল
  • ৩১৬৩৬ ডাউন রানাঘাট- শিয়ালদহ লোকাল
  • ৩১৫৩৯ আপ শিয়ালদহ -শান্তিপুর লোকাল
  • ৩১৫৪০ ডাউন শান্তিপুর- শিয়ালদহ লোকাল
  • ৩১১৯২ আপ কল্যানী সীমান্ত-নৈহাটি লোকাল

রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪২৯ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল
  • ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৪, ৩১৪৩৬ ডাউন নৈহাটি- শিয়ালদহ লোকাল
  • ৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১৭ আপ শিয়ালদহ -রানাঘাট লোকাল
  • ৩১৩১৪, ৩১৩১৮, ৩১৩৩০, ৩১৩৩৪ ডাউন রানাঘাট- শিয়ালদহ লোকাল
  • ৩১২৩৩, ৩১২৬১ আপ শিয়ালদহ -ব্যারাকপুর লোকাল
  • ৩১২৩২, ৩১২৩৬ ডাউন ব্যারাকপুর- শিয়ালদহ লোকাল
  • ৩১৫১৩, ৩১৫২৫ আপ শিয়ালদহ -শান্তিপুর লোকাল
  • ৩১৫১৪, ৩১৫২৮ ডাউন শান্তিপুর- শিয়ালদহ লোকাল
  • ৩১৮১৫ আপ শিয়ালদহ -কৃষ্ণনগর সিটি লোকাল
  • ৩১৮১৪ ডাউন কৃষ্ণনগর সিটি- শিয়ালদহ লোকাল
  • ৩১৯১৩, ৩১৯১৪ আপ ও ডাউন শিয়ালদহ গেদে লোকাল
  • ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল।
Back to top button
%d