রাজ্য

ফের দুঃসংবাদ! সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল একগুচ্ছ লোকাল, বাইরে বেরোনোর আগে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

ফের শিয়ালদহ শাখায় বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ত্রেন্ম। শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে ৪ ও ৫ ফেব্রুয়ারি চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এই কাজ চলবে শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় বালিগঞ্জ-বজবজ সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনটি ডাউন ট্রেন এবং তিনটি আপ ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-বজবজ ডাউন ৩৪১৬২ লোকাল এবং বজবজ-শিয়ালদহ আপ ৩৪১৬১ লোকাল। রবিবারও বাতিল হয়েছে দু’জোড়া ট্রেন। রবিবার বন্ধ থাকবে ডাউন লাইনে ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ লাইনে ৩৪১১১ এবং ৩৪১১৫ বজবজ – শিয়ালদহ লোকাল।

এছাড়াও, বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল যাবে নিউ আলিপুর স্টেশন পর্যন্ত। এর পাশাপাশি ডাউন লাইনেও ৩৪১৬৪ ও ৩৪১৬৬ শিয়ালদহের পরিবর্তে নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে।

আবার এই একইভাবে রবিবারও আপ ৩৪১৬৫ বজবজ-শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বলে রেল সূত্রে খবর। এর জেরে সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ রুটের যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হবে।

বলে রাখি, বিগত বেশ কিছুমাস ধরেই রক্ষণাবেক্ষণের জন্য নানান জায়গায় বাতিল করা হচ্ছে নানান লোকাল ট্রেন। বেশিরভাগ জায়গাতেই যাত্রীদের যাতে সমস্যার মুখে না পড়তে হয়, সেই কারণে রাতের দিকে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। কিন্তু ত সত্ত্বেও অসুবিধায় পড়তে হচ্ছে বেশ কিছু যাত্রীদের। অনেক্ষেত্রেই দেখা গিয়েছে ট্রেনগুলিতে বাড়তি ভিড় হচ্ছে।

Back to top button
%d