রাজ্য

শুভেন্দুর দুয়ারে তৃণমূল নেতা-নেত্রী! মেলা প্রাঙ্গণে ডুয়েট গেয়ে সকলকে মাতালেন কুণাল-সায়নী, উচ্ছ্বসিত আমজনতা

জনসমক্ষে মঞ্চে উঠে ডুয়েট গান (duet song) করে সকলকে মাতালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Sayoni Ghosh)। কাঁথির মাজনা-তাজপুরের নজরুল মেলা সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। দর্শকদের অনুরোধে মঞ্চে একসঙ্গে গান করলেন কুণাল ও সায়নী। এদিন তৃণমূল নেতা-নেত্রীর ডুয়েট গানের সঙ্গে করতালি দিয়ে উৎসাহ জোগালেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri), সুপ্রকাশ গিরি (Suprakash Giri), সুকুমার দে, তরুণ জানারা।

গতকাল, বুধবার কাঁথির নজরুল মেলার উদ্বোধনে গিয়েছিলেন কুণাল ঘোষ ও সায়নী ঘোষ। এদিন সায়নী মাইক নিয়ে মঞ্চে উঠতেই দর্শক তাঁকে গান গাওয়ার অনুরোধ করেন। বক্তৃতার পর দু’টি গান করেন তিনি। কুণাল বক্তব্য রাখতে উঠলে তাঁকেও সেই একই অনুরোধ করা হয়। দর্শকের অনুরোধ রাখতে একটি গান ধরেন কুণাল। তিনি দ্বিতীয় গান শুরু করতেই মাইক হাতে মঞ্চে উঠে তাঁর সঙ্গে গলা মেলান সায়নীও। তাদের ডুয়েটে উচ্ছ্বসিত হয়ে পড়ে আমজনতা। নজরুল মেলা প্রাঙ্গণে যেন ফেটে পড়ে করতালি।

কাজু শিল্পের জন‌্য ভারত বিখ‌্যাত কাঁথির মাজনা-তাজপুর। এর পাশাপাশি চিংড়ি চাষের জন‌্যও খ‌্যাতি পেয়েছে এই এলাকা। তবে বেশ কিছুদিন ধরে নানান কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এখানকার কাজু ব‌্যবসায়ীদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে গতকাল, বুধবার দুপুরে কাঁথি পৌঁছেই কাজু শিল্পের নানান ব‌্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ।

এই বৈঠকে কুণাল ঘোষ জানান যে কাজু শিল্পে কোনওরকম নাক গলাবে না তৃণমূল। তবে কেন্দ্রীয় এজেন্সি যদি অকারণে কাজু ব্যবসায়ীদের হেনস্থা করে, তাহলে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার, এমনটাই জানান কুণাল। এই বৈঠকের পর এদিন কাজু ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আনোয়ারউদ্দিন আয়োজিত মাজনা নজরুল মেলার উদ্বোধন করেন তৃণমূল মুখপাত্র।

প্রসঙ্গত, শেখ আনোয়ারউদ্দিন আবার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলেরও সভাপতি। এদিন মেলার উদ্বোধনে উপস্থিত হয়ে কাজু ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেতারা। এতদিন ধরে কাজু ব্যবসায়ীরা যে আতঙ্কে ভুগছিলেন, এদিন তৃণমূল নেতাদের আশ্বাসের পর তা খানিকটা কাটে।

জানা গিয়েছে, আগামী ৩রা ফেব্রুয়ারি এই নজরুল মেলায় আসার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীরও। গতকাল দুপুরে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির রুদ্ধদ্বার বৈঠক করেন সায়নী ঘোষ। সেখানে ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা প্রমুখ। এদিন সায়নীর বিলম্বিত জন্মদিনও পালন করা হয় সেখানে।

Back to top button
%d