রাজ্য

বড়সড় গোষ্ঠীদ্বন্দ্ব শাসকদলে! একসঙ্গে ৮০ জন তৃণমূল নেতা ইস্তফা দিলেন সাংগঠনিক পদ থেকে

গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় নেতাদের কড়া বার্তা দিয়ে আসছেন। কিন্তু তা সত্ত্বেও কোনওভাবেই যেন তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল থামানো যাচ্ছে না। রাজ্যের নানান প্রান্ত থেকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল আরও বেশি প্রকট হয়ে পড়ছে। এর জেরে অস্বস্তিতে পড়েছে শাসক দল।

এবার ফের গোষ্ঠীকোন্দলের মুখে কোচবিহারের তুফানগঞ্জ। এই এলাকার এক নম্বর ব্লকে নতুন সভাপতির নাম ঘোষণা হতেই অন্তর্দ্বন্ব দেখা দিল এলাকায়। আজ, বুধবার বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ১২ জন বুথ সভাপতি-সহ মোট ৮০ জন সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন।

এই সাংগঠনিক সদস্যদের অভিযোগ, দলের নতুন সভাপতি করা হয়েছে মনোজ বর্মণকে। এই মনোজ বর্মণের মদতেই নাকি বিজেপির লোকজন তৃণমূলে এসে পুরনো কর্মীদের হুমকি দিচ্ছে। তারা এও অভিযোগ করেন যে এই নিয়ে ব্লক ও জেলা নেতৃত্বকে জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। সেই কারণেই তাদের এই গণইস্তফা।

Back to top button
%d bloggers like this: