BREAKING: মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা

সব জল্পনার অবসান। ২৪শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূলের সাংসদ শিশির অধিকারী। কাঁথির রেলের মাঠে হবে এই সভা। শুধু সভায় যোগ দেওয়াই নয়, এবারের নির্বাচনে ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারও করবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।
এদিন একথা স্পষ্ট করেন খোদ শুভেন্দু অধিকারীই। এদিন চণ্ডীপুরে সভা করেন শুভেন্দু। সেখান থেকেই তিনি একথা ঘোষণা করেন। নন্দীগ্রামের এবারের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের কেন্দ্র ভবানীপুর বা টালিগঞ্জ ছেড়ে কেন নন্দীগ্রামের প্রার্থী হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিশিরবাবু। তিনি আগেও বলেছিলেন যে যদি তাঁর ছেলে শুভেন্দু চায়, তাহলে তিনি অবশ্যই মোদীর সভায় উপস্থিত থাকবেন। সেদিনই তিনি বিজেপিতে যোগ দেবেন কী না, এ নিয়েও তৈরি হচ্ছে সম্ভাবনা। যদিও তাঁকে তৃণমূলের কথা জিজ্ঞাসা করায়, তাঁর জবাব, “তৃণমূল বলে কিছু আছে নাকি? কে বলল আমি তৃণমূলে আছি?”
আরও পড়ুন- গাদ্দাফি ও সাদ্দাম হুসেনের সঙ্গে মোদীর তুলনা, ভারতের গণতন্ত্রকে অবক্ষয় করে অদ্ভুত দাবী রাহুলের
কিছুদিন আগেই বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন। এদিনই তিনি মোদীর সভায় উপস্থিত থাকার জন্য শিশির অধিকারীকে আমন্ত্রণ জানান। সেদিন দুপুরে সেখানেই দুপুরের খাবার খান লকেট চট্টোপাধ্যায়। এরপর থেকেই তাঁর মোদীর সভায় যোগ দেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়।