বিনোদন

ডাস্টবিন থেকে তুলে এনেছিলেন মেয়ে দিশানীকে! জানুন মিঠুনের মেয়ের জীবন কাহিনী

বাংলায় এখন শিরোনামে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নায়ক ও জনপ্রিয় বাঙালি হিসেবে তিনি ছিলেন বাঙালির মনের মণিকোঠায় সেই বিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু এই ভোটের বাজারে মিঠুন চক্রবর্তী শিরোনামে রয়েছেন বিজেপি নেতা হিসেবে। বাংলায় বিধাসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে বিজেপি সামনে রাখতে চাইছে মিঠুনকে। জনপ্রিয় নায়ক হয়ে ওঠা মিঠুন ও তার পরিবারকে নিয়ে কাহিনীও আছে।

তিন পুত্র সন্তানের পিতা এক অনাথ শিশুকন্যাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলেন। ডাস্টবিন থেকে তুলে আনা শিশুকে নিজের মেয়ের পরিচয় দেয় মিঠুন। শোনা গিয়েছিল, শহর কলকাতার একটি ডাস্টবিনে পরে ছিল এক শিশুকন্যা। এমন অবস্থাতেই ওই শিশুকন্যাকে পাহাড়া দিচ্ছিল কয়েকটি কুকুর। এরপর পুলিশ সেই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে রেখে আসে। তখন মুম্বাইয়ের হিট নায়ক মিঠুন। সংবাদমাধ্যমের সূত্রে এই অনাথ শিশুটির খবর পান মিঠুন।

ডাস্টবিন থেকে তুলে এনেছিলেন মেয়ে দিশানীকে! জানুন মিঠুনের মেয়ের জীবন কাহিনী 2

তখনই মিঠুন সিদ্ধান্ত নেন যে এই শিশুকন্যাটিকে দত্তক নেবেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেন স্ত্রী যোগিতা বালি। এরপর সেই বছরেরই ২৪ অক্টোবর মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতা বালি আইনী প্রক্রিয়ার মাধ্যমে শিশুকন্যাটিকে দত্তক নেন, নাম রাখেন দিশানী। সেই দিশানীই এখন বলিউডে পা রেখেছেন তবে তাতে মত ছিল না বাবা মিঠুন চক্রবর্তীর। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন দিশানী। জানা গিয়েছে, করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- ২’ ছবির জন্য অডিশন দিয়েও সুযোগ পাননি তিনি।

ডাস্টবিন থেকে তুলে এনেছিলেন মেয়ে দিশানীকে! জানুন মিঠুনের মেয়ের জীবন কাহিনী 3

তবে ২০১৭ সালে নিজের দাদা অশ্নুয় চক্রবর্তী পরিচালিত শর্ট ফিল্ম ‘হলি স্মোক’ এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দিশানী। সেই শুরু অভিনয় জীবনের কেরিয়ার। এছাড়াও ২০১৮ সালে ‘অ্যান্ডার পাস’ ছবিতেও কাজ করেছিলেন দিশানী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি, বাবা মিঠুনের মতো তারও পছন্দ সারমেয়। স্ট্রিট ডগদের সেবার জন্য কাজ করেন দিশানী। তবে নিজের কেরিয়ার নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি, লক্ষ্য এখন বলিউডে নিজের পায়ের মাটি শক্ত করা।

Back to top button
%d