রাজ্য

পদ্মপত্রে শিশিরবিন্দু! কাঁথির জনসভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ  বিজেপি’র, যোগদানের সম্ভাবনা তুঙ্গে 

তিনি বিজেপি নেতা ও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। তৃণমূলের সঙ্গে এখন‌ও সম্পর্ক অভিন্ন। তবে সেই সম্পর্ক যে আর পুরনো অবস্থায় নেই তাও বিলক্ষণ জানেন শিশির বাবু।

বিজেপিতে যোগদান যে তাঁর সময়ের অপেক্ষা তা বঙ্গ রাজনীতিতে জানতে আর কারোর‌ই বেশি বাকি নেই।

আরও পড়ুন- হাতজোড় করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

রবিবার কাঁথিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র জনসভায় হাজির থাকার জন্য তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে আমন্ত্রণ জানাল বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছে শিশিরবাবুর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। গেরুয়া শিবির সূত্রে খবর, রবিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। গত ডিসেম্বরে ছেলে শুভেন্দু বিজেপিতে যোগদানের পর থেকে শিশিরবাবুর সঙ্গে তৃণমূলের সম্পর্কটা এক রকম আনুষ্ঠানিক। একই পরিস্থিতি তাঁর আরেক সাংসদ ছেলে দিব্যেন্দুরও। এরই মধ্যে শান্তিকুঞ্জের ভিতর থেকে খবর মিলেছে রবিবারই বিজেপিতে যোগ দিতে পারেন শিশিরবাবু। এগরায় অমিত শাহের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন তিনি।

আরও পড়ুন-ইনিই পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী? নরেন্দ্র মোদীর গলায় স্পষ্ট ইঙ্গিত!

রাজনৈতিক মহলে খবর ছিল, আগামী বুধবার কাঁথিতে মোদীর সভায় বিজেপিতে যোগ দেবেন শিশিরবাবু। কিন্তু ততদিন অপেক্ষা করতে নারাজ ছেলে শুভেন্দু। তাই রবিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন শিশিরবাবু। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এব্যাপারে যাবতীয় কথা হয়ে গিয়েছে তাঁর।

Back to top button
%d bloggers like this: