রাজ্য

দুবরাজপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূল কর্মীর ছেলে, ভাই ও ভাইপো, এখনও পলাতক মূল অভিযুক্ত, উদ্ধার আরও বোমা

দুবরাজপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও মূল অভিযুক্ত শেখ সফিক পলাতক। আজ, বুধবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয়। এদের মধ্যে দু’জনকে ১০ দিননের পুলিশি হেফাজত ও একজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এরই মধ্যে আবার দুবরাজপুরের কাঁকড়তলা গ্রামের এক পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে।

গত ২২ মে দুপুরে পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামের শেখ সফিকের বাড়িতে বিস্ফোরণের ফলে সিঁড়ি ঘরের একাংশ উড়ে গিয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু পুলিশ আসার আগেই এলাকা থেকে চম্পট দেন শেখ সফিক।

এই ঘটনায় শেখ সফিকের ভাই খয়রুদ্দিন মণ্ডল এবং সফিকের ছেলে শেখ শাহরুখ আলমকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। একাধিক ধারায় তাদের বিরূদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই বিস্ফোরণে ঘটনায় গ্ৰেফতার হওয়া খয়রুদ্দিন মণ্ডল ওরফে মরিলালের ছেলে সেখ ইমামউদ্দিন মণ্ডল নামে এক যুবককে গ্ৰেফতার করে দুবরাজপুর থানার পুলিশ।

অন্যদিকে আবার দুবরাজপুরের পর কাঁকড়তলা থানার সাহাপুর গ্রামের কাছে এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০-১২টি তাজা বোমা। পুলিশ জানায়, তারা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে ওই পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালায়।

সেখান থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় বলে খবর। কাঁকড়তলা থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ঘটনাস্থলে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল। কারা এই বোমা মজুত করে রেখেছিল, কী উদ্দেশেই বা এই বোমা মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: