রাজ্য

‘নওশাদের গ্রেফতারি অন্যায়’, দাবী সুকান্তর, আইএসএফ বিধায়কের মুক্তির দাবী তুলে বিক্ষোভ মিছিল গেরুয়া শিবিরের

এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqi) গ্রেফতারির প্রতিবাদ করল বিজেপি (BJP)। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির দাবী তুলে ধিক্কার মিছিল বের করল বিজেপির সংখ্যালঘু মোর্চা। এই গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নওশাদের পাশে থেকে এই গ্রেফতারিকে অন্যায় বলে দাগলেন তিনি।

এই গ্রেফতারি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির সঙ্গে আইএসএফের কয়েক যোজন দূরত্ব। রাজনৈতিক ভাবে নওশাদের সঙ্গে বিজেপির কোনও মিল নেই। তবে একজন বিধায়ককে যে ভাবে গ্রেফতার করা হয়েছে, সেটা অন্যায়”। নওশাদের মুক্তি চেয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার মিছিল প্রসঙ্গে সুকান্ত আরও বলেন, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সবার আছে”।

প্রসঙ্গত, গত শনিবার ধর্মতলায় সভা করতে এসে গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এরপর থেকেই উত্তপ্ত ভাঙড়। প্রায় প্রতিদিনই সেখানে কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে আইএসএফ। এই প্রতিবাদের বিরোধিতা করছে তৃণমূলের আরাবুল ইসলাম এবং তাঁর বাহিনী।

অন্যদিকে, গত বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আইএসএফ যে মিছিল করে, তাতে তৃণমূল এবং বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার বার্তা দেওয়া হয়েছিল। তারপরও আইএসএফ বিধায়কের মুক্তির দাবীতে হুগলির সিঙ্গুরে বিজেপির সংখ্যালঘু মোর্চা মিছিল বের করল। ওয়াকিবহাল মহলের মতে, এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আজ, শুক্রবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির দাবী তুলে ধিক্কার মিছিল করে হুগলি সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চা নেতৃত্ব। এদিন সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। সিঙ্গুর স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত হয় বিজেপির এই মিছিল। পরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্যরা থানায় একটি ডেপুটেশনও জমা দেন।

বলে রাখি, এর আগে নওশাদ সিদ্দিকির গ্রেফতার নিয়ে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম। একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফের জোটসঙ্গীরা রাজ্যজুড়ে কর্মসূচির ডাক দিয়েছিল। এবার এই গ্রেফতারির প্রতিবাদ জানাল গেরুয়া শিবিরও।

Back to top button
%d