রাজ্য

মিড ডে মিলের টাকা দিয়েই বগটুইয়ের ক্ষতিপূরণ দিয়েছে মমতা সরকার, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

এর আগেও রাজ্য সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন তিনি। এবার মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ টাকা নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, মিড ডে মিলের জন্য কেন্দ্র সরকার যে টাকা বরাদ্দ করেছে, সেই টাকাই বগটুইয়ে ক্ষতিপূরণের জন্য দিয়েছে রাজ্য সরকার (State Government)। এই নিয়ে একটি টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) ট্যাগও করেন শুভেন্দু। তিনি দাবী তুলেছেন যাতে এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর পাশাপাশি শুভেন্দু আরও অভিযোগ করেছেন যে ত্রাণ তহবিলে রাজ্যের টাকা নেই। অথচ মিড ডে মিলের টাকায় কম্বল বিতরণ চলছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবী করেছেন শুভেন্দু। আবাস যোজনা থেকে শুরু করে নানান সরকারি প্রকল্পে টাকা নয়ছয়, এমন অনেক অভিযোগই এনেছেন শুভেন্দু রাজ্য সরকারের বিরুদ্ধে। এবার এই তালিকায় নতুন সংযোজন বগটুইয়ের ক্ষতিপূরণ।

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “একজন রাজনৈতিক ব্যক্তি কীভাবে দিনের পর দিন নিজেকে হাসির খোরাক করে তুলতে পারেন, লোডশেডিংয়ে জেতা দলবদলু বিরোধী দলনেতা তারই উদাহরণ। একের পর এক ধরনের সার্কাসের কথা তিনি বলছেন। ডিসেম্বরের মধ্যে সরকার ফেলে দিচ্ছেন, তারিখ বলে দিচ্ছেন, এতই আমি আমি করে চলেছেন যে তাঁর দলের নেতারাই কেন্দ্রের কাছে অভিযোগ করছে। কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে রাজনীতিতে ভেসে থাকছেন”।

তৃণমূল সাংসদ আরই বলেন, “ওনাকে মনে করিয়ে দিই মিডডে মিলের টাকাও কেন্দ্রের সরকার দেয়নি। তাই এসব না করে কেন্দ্রকে বরং উনি বলুন, মিডডে মিলের বরাদ্দটা বাড়াতে। ছাত্র পিছু যে টাকা দেয়, তাতে বাচ্চাদের খাবার হয় না। মুখ্যমন্ত্রীর চেষ্টায় বাচ্চাদের মুরগির মাংস পর্যন্ত খাওয়ানো হচ্ছে”।

যদিও এই বিষয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের মত, “রাজ্য-কেন্দ্রের টাকা বলে কিছু হয় না। টাকা মানুষের। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র থেকে রাজ্যগুলিতে টাকা আসে। কেন্দ্র তো বলছেই টাকা নিতে। তবে হিসাবটাও চাওয়া হচ্ছে। কী খাতে ব্যয় করছে রাজ্য, সেই স্বচ্ছতাটুকু তো রাখতেই হবে”।

Back to top button
%d