রাজ্য

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মিলল টিকটিকি, খাবার খেয়ে অসুস্থ ৪ শিশু, হট্টগোল মুর্শিদাবাদে

এর আগে অভিযোগ এসেছে যে মিড ডে মিলের খাবারে মিলেছে মরা সাপ, কেঁচো, পোকা। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারেও ঘটল এমন ঘটনা। মুর্শিদাবাদের নওদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে মিলল টিকটিকি। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৪ শিশু। তাদের নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও সত্যজিৎ হালদার। নওদা থানার পুলিশও পৌঁছয় সেখানে। ঘটনাটি ঘটে গতকাল, শুক্রবার নওদার খানপুর বিশ্বাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

সূত্রের খবর, শিশুদের জন‌্য প্রতিদিনের মত ভাত, ডাল, ডিম রান্না হয়েছিল। এদিন ওই কেন্দ্রে কয়েকজন শিশু খাওয়া-দাওয়া করে। এছাড়াও বেশ কিছু শিশু খাবার নিয়ে বাড়ি চলে যায়। ওই শিশুদের মধ্যেই একজনের খাবারে মেলে টিকটিকি।

অভিযোগ, এক অভিভাবক বাড়িতে ওই খাবার খুলতেই মৃত টিকিটিকি বেরিয়ে পড়ে। ভাতে টিকটিকি দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। চার শিশু অসুস্থবোধ করলে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই অঙ্গনওয়াড়ির কর্মীকে জিজ্ঞাসাবাদের আটক করেছে নওদা থানার পুলিশ। ওই কেন্দ্রের রাঁধুনির দাবী, রান্নার সময় তিনি কোনও টিকটিকি দেখতে পান নি। এমনকি, খাবার দেওয়ার সময়ও কোনও টিকটিকি নজরে আসেনি। তাহলে কী করে ওই টিকটিকি পাওয়া গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর অন্ধকার। উপযুক্ত আলোর ব্যবস্থা নেই সেখানে। অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে রান্না হয় বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা।

এদিকে, হাসপাতালের চিকিৎসকরা জানান, অসুস্থ শিশুদের ওআরএস দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, নওদার বিডিও সত্যজিৎ হালদার এই ঘটনা প্রসঙ্গে বলেন, “কয়েকজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই”। এই ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি।

Back to top button
%d bloggers like this: