রাজ্য

‘দিনে-দুপুরে ডাকাতি করছে মমতা সরকার’, মিড ডে মিলে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপ শুভেন্দু-মালব্যদের

মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে মিড ডে মিল প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে যে রিভিউ মিশন গঠন করা হয়েছিল, সেই মিশনের রিপোর্ট অনুযায়ী, মিড ডে মিলে ৬ মাসে ১০০ কোটি টাকার তছরুপের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করল বিজেপি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে টুইট করে লেখেন, “রাজ্য সরকার মিড ডে মিলে ১০০ কোটি টাকা বেশি দেখিয়েছে, জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে উল্লেখ। আগেই বিলেছিলাম, পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার”।

তাঁর কথায়, “মাত্র ২টি অর্থবর্ষেই ১০০ কোটির তছরুপ, গত ১২ বছরে কত টাকা চুরি হয়েছে ভাবুন। প্রশাসন চালানোর নামে দিনেদুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার”।

কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলের আসল খরচের অনেক বেশি টাকা বাড়িয়ে দেখিয়েছে। এই রিপরতের দাবী, ১৬ কোটি মিড ডে মিল কম দিয়ে ১০০ কোটি টাকা বেশি খরচ দেখানো হয়েছে রাজ্যের তরফে। মিড ডে মিল প্রকল্পের বিষয়ে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে চলতি বছরের জানুয়ারি মাসে একটি একটি জয়েন্ট রিভিউ মিশন গঠন করা হয়েছিল।

সেই মিশনের রিপোর্ট অনুযায়ী, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে স্থানীয় প্রশাসন মিড ডে মিল খাতে যা ব্যয় করেছে, তার থেকে অনেকটা বেশি দেখানো হয়েছে হিসাবে। অভিযোগ, ভাত-ডাল এবং সবজি রান্নার ক্ষেত্রে ৭০ শতাংশ কম খরচ করা হয়েছে। ওই প্রকল্পের টাকা অন্যান্য খাতে ব্যবহার করা হয়েছে। শুধু তাই-ই নয়, মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

এই মিড ডে মিলে দুর্নীতি প্রসঙ্গে মমতা সরকারকে একহাত নিলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। তিনি টুইটে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতি অসুখে পরিণত হয়েছে। তাঁর প্রশাসন পিএম পোষণ তহবিলকেও ছাড়ে না। কেন্দ্র-রাজ্য যৌথ পর্যালোচনায় ১০০ কোটি টাকা সরানোর তথ্য উঠে এসেছে। শিশুদেরও এখানে অভুক্ত রাখা হয়”।

Back to top button
%d bloggers like this: