মর্মান্তিক! মিড ডে মিলের গরম ডালের মধ্যে পড়ে গেল পাঁচ বছরের পড়ুয়া, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

মিড ডে মিলের খাবার নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল পড়ুয়ারা। বাচ্চা মানুষ, চলছিল তাদের দুষ্টুমিও। একে অপরকে ঠেলাঠেলি করছিল তারা। আর এমন সময়ই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
সবেমাত্র উনুন থেকে নামিয়ে রাখা হয়েছিল গরম ডাল। শিশুদের দুষ্টুমির চোটে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, কেউ ভাবতে পারে নি। সদ্য নামানো ওই গরম ডালের কড়াইয়ের মধ্যেই পড়ে গেল এক পাঁচ বছরের পড়ুয়া।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভানুপ্রতাপপুরের একটি স্কুলে। তড়িঘড়ি ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা নিয়েছে, তার কোমরের নীচ থেকে অনেকটা অংশ পুড়ে গিয়েছে। আপাতত হাসপাতালে ভর্তি ওই শিশুকন্যা।
ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ঠিক করে খেয়াল করেননি বলেই এমন ঘটনা ঘটেছে। এই অভিযোগের ভিত্তিতে ভানুপ্রতাপপুরের এসডিএম প্রতীক জৈন বলেন, “ইতিমধ্যেই আমরা শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করেছি। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমাদের আরও যত্নশীল হতে হবে”।