রাজ্য

বড় খবরঃ মনোনয়ন জমা দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকছেন এই দুই কেন্দ্রীয় মন্ত্রী!

হাইভোল্টেজ নন্দীগ্রাম। কয়েকদিন আগেই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখনো চলছে তুমুল তোলপাড়। এখন জানা গেল, আজ নন্দীগ্রামে বিজেপির হয়ে মনোনয়ন পত্র জমা নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন – কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

সূত্র মারফত জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়। ফলে আজ নন্দীগ্রামের পরিস্থিতি উত্তেজিত থাকে বলেই মনে করা হচ্ছে। ঘরের ছেলে শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রাম কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।

Back to top button
%d bloggers like this: