‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রাজা রামমোহন রায়ের ছায়া দেখতে পাচ্ছি’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

সাম্প্রতিককালে রাজ্যে একের পর এক দুর্নীতির কথা উঠে উঠে এসেছে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। এর দুর্নীতি কাণ্ডে আপাতত জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের তাবড় তাবড় নেতারা।
আর এই সবকিছুর নেপথ্যে নায়ক হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে সিবিআই-ইডি। চাকরিপ্রার্থীদের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় ভগবানের সমতুল্য। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে।
গতকাল, শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে রাজা রামমোহন রায়ের ছায়া দেখতে পাচ্ছি। সরাসরি হয়ত ভগবান বলতে পারছি না ঠিকই। তবে সংস্কারক তো বটেই। উনি সমাজ সংস্কারক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে চলেছেন”।
একদিকে যখন শুভেন্দু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে তখন তাঁকে বরাবর আক্রমণ শানিয়ে এসেছে তৃণমূল। অনেক সময়ই শাসক দল অভিযোগ করেছে যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন। এই আবহে এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ বেআইনিভাবে চাকরি পাওয়া ২৬২ জনের একটি তালিকা জমা দেয় আদালতে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন যে নিয়োগ দুর্নীতি মামলায় যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের থেকে অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম মিলেছে কী না? ধৃতরা জেরায় সহযোগিতা করছেন কী না? এই বিষয় নিয়ে সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।
বলে রাখি, বৃহস্পতিবারই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “নিয়োগ দুর্নীতির আসল অপরাধী কে তা আমরা সবাই জানে। কিন্তু আমার জীবদ্দশায় তার শাস্তি হবে বলে মনে হয় না”। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।