‘রাজ্যে আইনশৃঙ্খলা নেই, ৫০০ টাকার ভাতা, ডিয়ার লটারি আর ২৮ টাকার ম’দ রয়েছে’, ফের রাজ্যকে সরকারকে বেলাগাম আক্রমণ শুভেন্দু

পরপর ২ দিন রাজ্যের দুই জায়গায় ঘটেছে বোমা বিস্ফোরণ (bomb blast)। এর জেরে মৃত্যুও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্যের আইনশৃঙ্খলা (law and order) নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Asdhikari)। গতকাল, রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন রাখেন যে গুজরাত-উত্তর প্রদেশে তো বোমা ফাটে না, তাহলে বাংলাতেই কেন?
শুভেন্দু এদিন বলেন, “রাজ্যের আইন শৃঙ্খলা বেহাল। উড়িষ্যাতে বোম ফাটে না। সেখানে বিজেপির সরকার নেই। নবীন পট্টনায়কের সরকার রয়েছে। আর বিজেপিশাসিত রাজ্যে কোথাও ফাটে না। বারেবারে যে উত্তর প্রদেশ, গুজরাতের ভয় দেখায় সংখ্যালঘু মুসলিমদের সেখানে কোনও দিন বোম ফাটে না। সেখানে সবাই ধর্ম কর্ম শিক্ষা স্বাস্থ্য নিয়ে নিজেদের মতো করে বেঁচে আছে। সুশাসন আছে। এখানে ৫০০ টাকার ভাতা আছে, ডিয়ার লটারি আছে, ২৮ টাকার মদের বোতল আছে”।
প্রসঙ্গত, গত শনিবার বাসন্তীর ভারতী মোড়ের কাছে তৃণমূল নেতা মনিরুল খানের বাড়িতে বোমা বাঁধার সময় ঘটে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের জেরে ম্রিত্য হয় একজনের। ঘটনায় আহত হন ৩ জন।
আবার এদিন রাতেই বীরভূমের মাড়গ্রামে ঘটে বোমা বিস্ফোরণ। সেই ঘটনায় মৃত্যু হয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গী নিউটন শেখের। বাসন্তীর ঘটনায় পুলিশ বাড়ির মালিককে গ্রেফতার করে। অন্যদিকে, মাড়গ্রামের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।