রাজ্য

‘একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন’, কার দিকে ইঙ্গিত করলেন উদয়ন গুহ?

নানান সময় নানান বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। এবারও খানিকটা তেমনই হল। কোচবিহারের মাথাভাঙায় সভা করার কথা রয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেই সভার উদ্দেশে প্রচার করতে গিয়েই এবার বিস্ফোরক উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। আর তাঁর এই মন্তব্যের জেরে ফের একবার উত্তপ্ত রাজ্য-রাজনীতি।

কেন্দ্রের বকেয়া টাকা না পাওয়ার জেরে সম্প্রতিই উদয়ন গুহ মন্তব্য করেছিলেন, “এটা কী আপনার বাবার টাকা নাকি”? আর এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরিই তোপ দাগলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। শুধু তাই-ই নয়, নাম না করেই আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীদের একাংশকে।

গতকাল, রবিবার দিনহাটা রংপুর রোডে এক পথসভায় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানেই বিশ্বভারতী উপাচার্যকে কটাক্ষ করে তিনি বলেন, “‌যে সরকার দিনরাত এক করে সাধারণ মানুষকে পরিষেবার দেওয়ার চেষ্টা করছে, তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন”।

মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে বেশ বিতর্ক তৈরি হয়েছে। নাম না করলেও উদয়ন যে কোন বিচারপতির কথা বলতে চেয়েছেন, তা আর কারোর বুঝতে বাকি নেই। মনে করা হচ্ছে, এর জেরে তাঁর বিরুদ্ধে মামলা করা হতে পারে। তবে এদিন বঙ্গ বিজেপি, অনন্ত মহারাজ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উদয়ন গুহও ছিলেন উদয়নের নিশানায়।

গতকাল, রবিবার রংপুর রোডে শহিদ স্মরণ সভা থেকে এমন মন্তব্য করেন উদয়ন গুহ। বলে রাখি, ২০০৮ সালে ৫ ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলন চলাকালীন চলেছিল পুলিশের গুলি। সে গুলিতে মৃত্যু হয় পাঁচ ফরওয়ার্ড ব্লক কর্মীর। সে সময় ফরওয়ার্ড ব্লকে ছিলেন উদয়ন গুহ। এর পরের বছর থেকেই ৫ ফেব্রুয়ারি দিনটি স্মরণ করা হয়। সেখানেই প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

এই সভা থেকেই বিজেপিকে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “নির্বাচনের লড়াইতে না জিততে পেরে বাড়ির চাকর–বাকরকে দিয়ে অপমান করছে বিজেপি। বিশ্বভারতী উপাচার্য নরেন্দ্র মোদীর বাড়ির চাকর। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা করছেন। আপনার ক্ষমতা যদি থাকে তাহলে বিশ্বভারতীর চার গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে আসুন”।

Back to top button
%d bloggers like this: