BREAKING: ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, লরির সঙ্গে সজোরে ধাক্কা গাড়ির

ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়। আজ, সোমবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinupur) বেতালিয়া থানার মারিশদা এলাকায় একটি লরির সঙ্গে ধাক্কা লাগে শুভেন্দুর কনভয়ের (convoy) একটি গাড়ির। তবে শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে এর কোনও প্রভাব পড়ে নি। তিনি কনভয়ের মাঝের দিলে ছিলেন।
এদিন বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ বেতালিয়া মারিশদা এলাকায় ১১৬ বি জাতীয় সড়কে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার মুখ পড়ে। কলকাতার উদ্দেশে আসছিলেন শুভেন্দু। এমন সময় উলটোদিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায় শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। এই দুর্ঘটনায় গাড়ির চাকা ভেঙে গিয়েছে বলে জানা যায়।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই গাড়িটিতে কেন্দ্রীয় জওয়ানরা ছিলেন। গাড়িচালক বেশ জখম হয়েছেন বলে খবর। দুর্ঘটনার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দেয় তারা। প্লাস্টিক বোঝাই করা ওই লরি ভুবনেশ্বর যাচ্ছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি ঠিকঠাক হলে শুভেন্দু ফের কলকাতার উদ্দেশে রওনা দেন।
এর আগে রথযাত্রার দিন অর্থাৎ ১লা জুলাই এই মারিশদাতেই দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। সেই সময় কনভয়ের সামনের দিকে থাকা গাড়িটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এর জেরে ওই গাড়িটির সামনের অংশ কিছুটা দুমড়ে যায়। আজও ওই এলাকা থেকেই সামান্য দূরে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় মারিশদা থানার ওসি রাজু কুন্ডু বলেন, “কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁকে এখনই আটক বা গ্রেফতার করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদের পর কোনও অসঙ্গতি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”।