রাজ্য

মাঘেই শেষ শীতের ব্যাটিং! সরস্বতী পুজো কাটবে গরম পোশাক ছাড়াই, বৃষ্টির সম্ভাবনা আছে কী?

মাঘে নাকি হাড়কাঁপানো শীত থাকে, এমনটাই বলে এসেছেন বরাবর বড়রা। কিন্তু কোথায় শীত? মাঘের দ্বিতীয় সপ্তাহেই যেন রাজ্য থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে শীত। জাঁকিয়ে শীত তো দূর অস্ত, শিরশিরানি ভাবটাও গায়েব। অভ্যাসবশত শীতের পোশাক গায়ে চাপালেও কিছুক্ষণের মধ্যেই তা খুলে ফেলতে হচ্ছে। জানুয়ারি মাসে এমন উষ্ণতা, সত্যিই ভাবা যায় না!

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়ার দাপট কমেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই বাড়ছে তাপমাত্রা। আজ, মঙ্গলবার বাংলার সর্বনিম্ন তাপমাত্রা ফের ২ ডিগ্রি বেড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা ছিল। তবে বেলা বাড়তে দেখা মিলেছে রোদের। আগামী ২ দিন আরও বাড়বে তাপমাত্রা বলে খবর। ফলে সরস্বতী পুজোয় ঠান্ডা প্রায় গায়েব হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি সপ্তাহে আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। আলিপুর আবহাওয়া দফতরের মতে, উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে।  

উত্তরবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। এরপর থেকে বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ২-৩ ডিগ্রি বাড়বে বলে জানা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কালিম্পং ও দার্জিলিংয়ে তাপমাত্রার সামান্য পরিবর্তন হলেও হতে পারে। তবে মৌসম ভবনের পূর্বাভাস সরস্বতী পুজো ও বাকি জানুয়ারি মাসে শীত আর ফিরবে না বঙ্গে।

Back to top button
%d bloggers like this: