রাজ্য

প্রবল দাবদাহে পুড়বে বাংলা, নববর্ষের আগেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, তাপপ্রবাহের আশঙ্কা, ছিটেফোঁটা বৃষ্টির আশাও নেই

সামনেই বাংলা নববর্ষ। কিন্তু এর আগেই রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ১৫ই এপ্রিলের মধ্যে রাজ্যে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াতে পারে বলে আশঙ্কা আবহবিদদের।

হাওয়া অফিসের কথায়, দুই পর্যায়ে তাপমাত্রা বাড়বে। ১০ই এপ্রিল পর্যন্ত ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এরপর ১০ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও উত্তরের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানা যাচ্ছে। ১৫ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবার থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। গতকাল উত্তরবঙ্গের মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এমন দাবদাহে আবহাওয়া শুকনো থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না তেমন। পশ্চিমের রাজ্যগুলির মতো শুষ্ক আবহাওয়া থাকবে। ১০ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে জানা যাচ্ছে। আবহবিদদের পরামর্শ, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে যতটা কম বেরোনো যায়, ততই ভালো।

হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার বিকেলে কলকাতার আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক বা বিধাননগরে ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রাও ৩৮ ডিগ্রি ছাড়িয়ে ৪০ সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে বলে খবর। আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ।

Back to top button
%d bloggers like this: