বর্ষার ভরা মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল, উল্টে বাড়বে গরম, কিন্তু উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে, কবে বৃষ্টি হবে কলকাতায়?

রাজ্যে বর্ষা দেরি করে ঢুকেছে এই বছর। তবে উত্তরবঙ্গে বৃষ্টির খামতি হয়নি। বরং অতিবৃষ্টির জেরে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষায় খরা। ভরা বর্ষার মরশুমে মুষলধারে তেমন বৃষ্টি দেখা যায় দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। আরও অস্বস্তি বাড়ার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২ দিনে দক্ষিণবঙ্গে বাড়বে গরম
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৬ অগস্ট মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে। এর জেরে আবহাওয়ায় বেশ খানিকটা বদল আসবে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। আগামীকাল, রবিবার এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণের জেলাগুলিতে।
আজ, শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯০ শতাংশ।
দক্ষিণবঙ্গের কোথাও কী বৃষ্টি হবে?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল, রবিবার বীরভূম ও মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আজ, শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারও ভারী বৃষ্টিতে ভিজবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।