কর্মক্ষেত্র

মাধ্যমিক পাশেই পুলিশের চাকরি, বিপুল পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ, বেতন ৫৮,০০০ টাকা, দেরি না করে এখনই আবেদন করুন

সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এবার আপনার জন্য এক বড় সুখবর আনল পশ্চিমবঙ্গ পুলিশ। বিপুল পদে নিয়োগ শুরু হচ্ছে রাজ্য পুলিশে। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে এমনটাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

কোন পদে নিয়োগ হবে

পশ্চিমবঙ্গ পুলিশের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩০টি শূন্যপদে মহিলা ও পুরুষ ওয়ার্ডার নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ।

আবেদনের শেষ তারিখ

আগামী ৬ অগস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। এরপর ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন। যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট wbpolice.gov.in-তে আবেদন জানাতে পারবেন।

যোগ্যতা

প্রার্থীদের দশম শ্রেণি পাশ করতে হবে। এছাড়াও যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীকে ভারতীয় হতে হবে। ২০২৩ সালের ১ জানুয়ায়ী অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

বেতন

প্রার্থীরা রোপা ২০১৯ পে লেভেল ৬ অনুযায়ী বেতন পাবেন। অর্থাৎ সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে প্রার্থীদের মাসিক বেতন ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা হতে পারে।

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২২০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে, এসসি, এসটি প্রার্থীদের আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ২০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর এবং ইন্টারভিউয়ে 10 নম্বর। এছাড়াও শারীরিক পরিমাপের পরীক্ষাতেও পাশ করতে হবে।

কীভাবে আবেদন করতে হবে

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটgov.in-তে যেতে হবে আবেদনকারীদের।
  • এরপর হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপর সংশ্লিষ্ট নিয়োগ অর্থাৎ ‘রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন দ্যা ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যাডমিনিস্ট্রেশন, গভ. অফ ওয়েস্ট বেঙ্গল 2023’-তে ক্লিক করতে হবে।
  • একটি নতুন পেজ দেখা যাবে।
  • আবেদনপত্র পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদনপত্র জমা দিয়ে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট নিতে হবে।
Back to top button
%d bloggers like this: