রাজ্য

রাজ্যের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কবিতা লেখার জের, কবিকে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সরব শিক্ষকমহল

শাসক দলের বিরুদ্ধে কবিতা লিখে ফেসবুকে পোস্ট করেছিলেন। বর্তমানে রাজ্যে যে অচলাবস্থা চলছে, তা নিয়ে কবিতা লিখেছিলেন এক কবি। এটাই ছিল তাঁর অপরাধ। আর এই কারণে ওই কবিকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মর্মে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত ডিঙ্গিপোতা এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে আক্রান্ত হয়েছেন পেশায় গৃহশিক্ষক ও নেশায় সংস্কৃতিপ্রবণ কবি কল্লোল সরকার। তাঁর অভিযোগ, তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁরই এলাকার দুই তৃণমূল কর্মী এবং তাঁর সঙ্গে অচেনা বেশ কয়েকজন তৃণমূল কর্মী চড়াও হয় তাঁর উপর। তাঁকে বেশ শাসানোও হয় বলে অভিযোগ। তাঁকে বলা হয় যে তিনি নাকি বড় বার বেড়েছে! শাসকের বিরুদ্ধে কবিতা লেখা বন্ধ করতে হবে বলে হুমকি দেওয়া হয় ওই কবিকে।।

অভিযোগ, এরপরই ওই কবিকে ব্যাপক মারধর করা হয়। স্থানীয় এক টোটোচালক কল্লোলবাবুকে উদ্ধার করে শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কল্লোলবাবু।

কী দাবী কল্লোলবাবুর?

ওই কবির কথায়, তিনি শাসক দল বা তৃণমূলের সম্পর্কে কোনও কবিতা লেখেন নি। নানান সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কবিতা লিখেছিলেন তিনি। কবিতার স্বাধীনতা থাকা উচিত বলে দাবী তাঁর।

অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে অভিযুক্তদের দাবী, কবিতা লেখার প্রসঙ্গ তারা জানেন না। কবিতা লেখা নিয়ে কোনও অশান্তি হয়নি। ব্যক্তিগত ঝামেলা থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন অভিযুক্তরা।

এই ঘটনায় রাজনৈতিক ছোঁয়া রয়েছে বলে দাবী নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সোমনাথ গড়ের। তাঁর কথায়, কেউই এখন আর তৃণমূল বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না।

Back to top button
%d bloggers like this: