শনির পথে লক্ষ্মী-নারায়ণ যোগ, টাকার পাহাড়ে বসবে ৩ রাশি, কর্মক্ষেত্রে বাড়বে সুযোগ, মিলবে অপার সাফল্য

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই সময়ে সময়ে স্থান পরিবর্তন করে। এর সঙ্গে সঙ্গে বেপরোয়া ও বিপথগামী পথেও যাত্রা করে গ্রহগুলি। হিন্দু ও জ্যোতিষধর্মে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে মনে করা হয়। শনির গতিবিধির উপর নির্ভর করে রাশির জাতক-জাতিকারা। মনুষ্যজাতির উপর সরাসরি প্রভাব পড়ে। গত ১৭ জুন কুম্ভ রাশিতে বিপরীতমুখী যাত্রায় অবস্থান করেছে শনিদেব। আগামী ৪ নভেম্বর মাস পর্যন্ত শনি কুম্ভ রাশিতেই অবস্থান করবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৬৮দিনে সিংহ রাশিতে বুধ গ্রহ প্রবেশ করেছে। বুধের রাশি পরিবর্তনের প্রভাবে ১২ রাশির উপই প্রভাব তৈরি হয়েছে। তবে এই ট্রানজিটের বিশেষ বিষয় হল শুক্র আগে থেকেই সিংহ রাশিতে উপস্থিত ছিল। বুধ-শুক্র সংযোগের কারণে বুধও সিংহ রাশিতে পৌঁছেছে। সিংহ রাশিতে শুক্র ও বুধের মিলনের ফলে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে বুধকে নারায়ণের প্রতীক ও শুক্রকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে লক্ষ্মী নারায়ণ যোগকেও শুভ বলে মনে করা হয়।এই যোগের প্রভাবে রাশির জাতক-জাতিকারা প্রচুর ধনসম্পদে পরিপূর্ণ হয়ে ওঠেন। এই যোগ থাকবে আগামী ৭ অগস্ট পর্যন্ত।
জ্যোতিষবিদদের মতে, ২৬ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত শুক্র ও বুধের মিলন সিংহ রাশিতে থাকবে। এর থেকে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব সমস্ত রাশির উপরই দেখা যাবে। তবে এই যোগ ৩ রাশির জন্য খুব উপকারী বলে মনে হচ্ছে। এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই রাশি পরিবর্তনের সময় অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা এই ট্রানজিটের সময় বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্র বাড়বে। ব্যবসায় বৃদ্ধি ও লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ভালো সমন্বয় থাকবে।
মিথুন রাশি
লক্ষ্মী-নারায়ণ যোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। ধর্ম সংক্রান্ত বিষয়ে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে দুর্দান্ত বোনাস পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি হবে। আপনি যদি কোথাও বিনিয়োগ করতে চান তাহলে এটাই সঠিক সময়।
মেষ রাশি
লক্ষ্মী-নারায়ণ যোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এই সময়ে জাতকের ইচ্ছা পূরণ হবে। টাকার বর্ষণ হলে নাগাড়ে। শুক্র ও বুধের সংমিশ্রণের কারণে কর্মক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য পাবেন।