‘পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিলে মাথা কে’টে ফুটবল খেলব’, বিজেপি প্রার্থীকে খু’নের হুমকি তৃণমূলের, হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপে

আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গতকাল, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পেশ করার কাজ। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের তিন নম্বর মণ্ডল এলাকার নেতাজি অঞ্চলে এক হুমকি পোস্টারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল। সেই হুমকি পোস্টারে কাকদ্বীপ তিন নম্বর মণ্ডল এলাকার সভাপতি মেঘনাদ দেবশর্মাকে খু’নের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
কাকদ্বীপের তিন নম্বর মণ্ডল এলাকার নেতাজি অঞ্চলে নানান প্রান্তে হুমকি চিঠির আকারে পোস্টার নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই পোস্টারে লেখা রয়েছে, “তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক দল বিজেপির কোনও প্রার্থীকে নেতাজি অঞ্চলে পঞ্চায়েত ভোটে দাঁড় করানো যাবে না। যদি কোনও প্রার্থীকে ভোটে দাঁড় করানো হয় তাকে গুলি করে মারা হবে। বাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। দেওয়া হবে গাঁজা কেস”।
ওই পোস্টারে এও উল্লেখ করা হয়েছে, মণ্ডল সভাপতি মেঘনাদ দেবশর্মা যদি কোনও গ্রামে যান, তাহলে তাঁর মাথা কে’টে ফুটবল খেলা হবে। এলাকায় শুধুমাত্র তৃণমূল থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই পোস্টারে।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, সর্বত্র এমনই ব্যাপক হুমকির আবহ। কোথাও পুলিশের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা এই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলেছেন। তাঁর কথায়, “এসব তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। আসলে পঞ্চায়েত ভোটে কোথাও কোনও প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপি এমনই সব নাটক শুরু করছে”।
প্রসঙ্গত, গতকাল, শুক্রবার থেকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া শুরু হলেও প্রথমদিনই নানান প্রান্ত থেকে এই মনোনয়ন জমা দেওয়া নিয়ে নানান অভিযোগ উঠে আসতে থাকে। অভিযোগ আসে বজবজ ১, ডায়মন্ড হারবার ১, বারুইপুর ও মগরাহাট ২ নম্বর ব্লক ও অন্যান্য ব্লকেও। যদিও প্রশাসনের দাবী, প্রথমের দিকে সমস্যা হলেও পরবর্তীতে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নেই মনোনয়ন সংক্রান্ত কাজকর্ম করেছেন নানান দলীয় প্রার্থীরা।