ভাইরাল

উচিত শিক্ষা! প্রতিদিন পিছু ধাওয়া, অশালীন মন্তব্য কলেজ ছাত্রীকে, প্রকাশ্য রাস্তায় যুবককে জুতোপেটা করে বেধড়ক মার তরুণীর, দিলেন পুলিশেও

প্রতিদিনই কলেজ যাওয়ার পথে উত্যক্ত করত যুবক। পিছু পিছু ধাওয়া করা, নানান অশালীন মন্তব্য করা, এসবই চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে রুখে দাঁড়ালেন কলেজ ছাত্রী। প্রকাশ্য রাস্তায় ওই হেনস্থাকারী যুবককে জুতোপেটা করে মারধর করলেন ওই তরুণী। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার সকালে কর্নাটকের উদুপি জেলায়। জানা গিয়েছে, সেদিন হোস্টেল থেকে কলেজে যাবেন বলে বেরিয়েছিলেন ওই ছাত্রী। সেই সময় পড়ুয়ার পিছু ধাওয়া করে ওই অভিযুক্ত যুবক। তাঁর প্রতি অশালীন মন্তব্য করতে থাকে সে।

প্রথমের দিকে কিছুক্ষণ মুখ বুজে হেনস্থা সহ্য করেন কলেজ ছাত্রীটি। কিন্তু আর সহ্য করতে না পেরে শেষমেষ রুখে দাঁড়ান পড়ুয়া। যুবককে দাঁড় করিয়ে রাস্তার মাঝেই সপাটে থাপ্পড় মারেন তিনি। তারপর পা থেকে চটি খুলে তা দিয়ে বেধড়ক মারতে শুরু করেন। যুবকের মুখে, মাথায় জুতো দিয়ে বেধড়ক মারতে দেখা যায় তরুণীকে।  

এমনটা দেখে এগিয়ে আসে অন্যান্য ছাত্রছাত্রী ও স্থানীয়রাও। তারাও ওই অভিযুক্ত যুবককে মারধর শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক কাকুতি মিনতি করছে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পালানোর চেষ্টা করে নি সে। প্রতিবাদ না করে মার খেয়ে যাচ্ছে যুবক।

বেশ কিছুক্ষণ পর থানায় খবর দেন ওই নিগৃহীতা ছাত্রী। পুলিশ এসে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: