অন্তর্ঘাত! দলীয় পোস্টারে ছুরি চালালেন তৃণমূল কাউন্সিলরই, অভিষেকের সভার আগেই চাঞ্চল্য কাঁথিতে, অস্বস্তিতে ঘাসফুল শিবির

আগামীকাল, শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এর সামনে বিশাল জনসভা রয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অধিকারী গড়ে এই সভা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এসবের মধ্যেই অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে (TMC)। যুব সংগঠনের সহসভাপতি পদ থেকে অপসারিত হওয়ায় অভিষেকের পোস্টারে ছুরি চালালেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি (Parthasarathi Maity)।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশে পোস্টারটি পার্থসারথি নিজেই লাগিয়েছিলেন। কিন্তু সেই সভার আগেই যুব সংগঠনে নিজের পদ খোয়ান। এরপরই পোস্টারে নিচে নিজের নামের পাশে লেখা ‘সহ সভাপতি’ অংশটি কেটে বাদ দেন পার্থসারথি।
প্রসঙ্গত, গত পরশু রাজ্য যুব তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি থেকে বাদ পড়েন দেবাংশু ভট্টাচার্য। এদিকে তৃণমূল নেতা-নেত্রীদের অনেকেরই সন্তান সেই কমিটিতে স্থান পেয়েছেন। নাম বাদ পড়েছে পার্থসারথির নামও। সেই কারণে অভিষেকের সভার আগে রাগে, অভিমানে দলীয় পোস্টার থেকে নিজের নামের পাশে থাকা পদের জায়গাটি ছুরি চালিয়ে বাদ দিলেন তৃণমূল কাউন্সিলর।
আবার অভিষেকের সভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেই সভার অনুমতি দিয়েছে আদালত। এই সভায় তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় যে চোখে পড়ার মতো হবে, তা বলাই বাহুল্য। আগামীকাল, শনিবার কাঁথিতে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই জন্যই রাস্তার দু’ধারে প্রচুর ব্যানার লাগানো হয়েছে। সেই পোস্টারে নিজের নামও ছাপিয়েছিলেন পার্থসারথি। সেই নামের পাশে লেখা ছিল ‘যুব তৃণমূল সহসভাপতি’ পদটি। কিন্তু অভিষেকের সভার আগেই পদ হারান তিনি। এই আবহে দলের অস্বস্তি বাড়িয়ে পোস্টার ছিঁড়ে দেওয়ার মতো কাজ করলেন পার্থসারথি।