বিজেপির মহিলা প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার, ছেলেকে অপহরণের হুমকি, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পর্ব শেষ হয়েছে। এরই মধ্যে এবার নানান প্রান্ত থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা নাকি নানান বিরোধীদের প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এমনই অভিযোগ এল কাঁকসা থেকে। বিজেপির মহিলা প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করার চাপ দেওয়া হয়। বিডিওর সামনে মনোনয়ন প্রত্যাহারের জেরক্স ফর্মে জোর করিয়ে সই করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্য এক বিজেপি মহিলার প্রার্থীকে তাঁর ১১ বছরের ছেলেকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কাঁকসার ২৪২ নম্বর বুথ থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শর্মিষ্ঠা সেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর দুই ছেলে রয়েছে। শর্মিষ্ঠার অভিযোগ, কয়েকদিন আগে তাদের বাড়িতে আসে তৃণমূলের লোকজন। তারা তুলে নিয়ে যায় শর্মিষ্ঠাদেবীকে। এরপর বিডিও অফিসে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে একটি মনোনয়ন প্রত্যাহারের জেরক্স ফর্মে তাঁকে সই করানো হয়েছে বলে অভিযোগ। শর্মিষ্ঠাদেবী জানান, এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
অন্যদিকে আবার কাঁকসার ১৭ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী বৃষ্টি খাঁ অভিযোগ করেছেন, তৃণমূল তাঁকে চাপ দিচ্ছে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য। তাঁকে হুমকি দেওয়া হয়েছে যে তিনি যদি মনোনয়ন প্রত্যাহার না করেন, তাহলে তাঁর ১১ বছরের ছেলেকে অপহরণ করা হবে। তিনি জানান যে এই বিষয়ে তিনি প্রশাসনিক স্তরে অভিযোগ করেছেন কিন্তু কোনও লাভ হয়নি।
এই সমস্ত ঘটনায় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন জেলা বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মনোনয়ন তুলে নেওয়ার জন্য যেভাবে বিজেপি প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। প্রার্থী শর্মিষ্ঠা সেনকে ভয় দেখিয়ে চাপ দিয়ে যেভাবে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে, তিনি এর বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
তবে এই সমস্ত অভিযোগ আবার অস্বীকার করা হয়েছে কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্যের তরফে। তাঁর কথায়, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে এসব এলোমেলো কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবী তাঁর।