দুর্দান্ত ক্যামেরার সঙ্গে দারুণ ব্যাটারি ব্যাকআপ, একঝাঁক চমক Oneplus Nord 3 ফোনে, লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল ফিচার্স

চলতি জুন মাসেই গোটা বিশ্বেই লঞ্চ হবে Oneplus Nord 3 স্মার্টফোন। এর আগে ওয়ানপ্লাস নর্ড ২ ও ওয়ানপ্লাস নর্ড ২টি-র উত্তরসূরি হতে চলেছে এই ফোন। স্টোরেজ, ক্যামেরা ব্যাটারি-সহ এই ফোনের নানান ফিচার্স সম্পর্কে জানা গেল এবার।
ব্যাটারি ও ক্যামেরা কেমন হবে এই ফোনের?
নতুন এই ওয়ানপ্লাস নর্ড ৩-তে মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ক্যামেরা। ওয়ানপ্লাসের এই ফোনে সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
গ্রাহকরা ফোনের ক্যামেরার সঙ্গে সঙ্গে যে ফিচারটি আরও বেশিভাবে চায়, তা হল ব্যাটারি। গ্রাহকদের সেই চাহিদা মেটাতেই ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে ৫০০০ মেগাহার্টজ ক্যাপাসিটি ব্যাটারি। এর সঙ্গে মিলবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। এক ঘণ্টার মধ্যে এই ফোনে 0 থেকে ১০০ শতাংশ চার্জ হবে।
প্রসেসর ও স্টোরেজ
ওয়ানপ্লাসের এই ফোনের ডিসপ্লে হতে পারে ৬.৭৪ ইঞ্চি। ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মাল্টি টাস্কিংয়ের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকবে। এই ফোনের টপ স্পেক ভেরিয়েন্টে পাওয়া যাবে ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
আর বেস ভেরিয়েন্টে মিলবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩। নিরাপত্তার জন্য ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে মিলতে পারে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য ৫জি সাপোর্ট থাকবে।
সম্ভাব্য দাম ওয়ানপ্লাসের এই ফোনের
এই স্মার্টফোনের বেস মডেলের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭,৮০০ টাকা। টপ স্পেক ভেরিয়েন্টের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,৭০০ টাকা।
ওয়ানপ্লাস নর্ড ২টি-এর ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভেরিয়েন্টের ৩৩,৯৯৯ টাকা দাম। সেই থেকেই মনে করা হচ্ছে ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩-এর দাম ৩০,০০০ টাকার উপরেই থাকবে।