১০ লক্ষ হল না, ১০ হাজার ‘বঞ্চিত’দের নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল, সঙ্গে যাবে লাখ লাখ চিঠি, বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ঘাসফুল শিবির

প্রায় তিনমাস আগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ’১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব’। কিন্তু সময় এগোতে এগোতে সেই ১০ লক্ষ এবার এসে ঠেকল ৮-১০ হাজারে। ১০০ দিনের কাজ-সহ নানান প্রাপ্য নিয়ে প্রায় ১৫ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই কারণে এবার ৮-১০ হাজার বঞ্চিতদের নিয়ে দিল্লি অভিযান করবে ঘাসফুল শিবির।
কী জানা গেল এই দিল্লি অভিযান সম্পর্কে?
তৃণমূল সূত্রে খবর, এই অভিযানে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের সামিল হওয়ার নির্দেশ দিয়েছে দল। যারা দিল্লি যাবেন, তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট রয়েছে, তাই তিনি এই অভিযানে যেতে পারবেন কী না, তা এখনও স্পষ্ট নয়। তবে যতটা ঝাঁঝ নিয়ে অভিষেক দিল্লি যাত্রার কথা বলেছিলেন, সেই ঝাঁঝ কমেছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
তবে লোকসংখ্যা যতই কমুক না কেন, চিঠিকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। ‘বঞ্চনা’র কথা জানিয়ে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন বলে দাবী তৃণমূলের। সে সব চিঠি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে জড়ো করা হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শাসক দল। সমস্ত চিঠি ও প্রায় ৮-১০ হাজার মানুষকে নিয়ে সেই ট্রেন ৩০ সেপ্টেম্বর সকাল ৮ টায় হাওড়া থেকে দিল্লি রওনা দেবে। ১ অক্টোবর ট্রেনটি দিল্লি পৌঁছে যাবে।
পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা চলাকালীন আসানসোলের বারাবনিতে গিয়ে অভিষেক বলেছিলেন, “অনেক সৌজন্য দেখানো হয়েছে। এবার ১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব”। তৃণমূলকে দিল্লি পুলিশ রামলীলা ময়দানে অবস্থানের অনুমতি দেয়নি। সেই কারণে আগামী ২ অক্টোবর তৃণমূল রাজঘাটে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছে।