প্রযুক্তি

নতুন আইফোন ১৫ এবার পেয়ে যান মাত্র ৩৫ হাজারে, কীভাবে মিলছে এমন দুর্দান্ত অফার?

সদ্যই লঞ্চ হয়েছে আইফোন ১৫। এই ফোন নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনার শেষ নয়। তবে এই ফোনের যা দাম, তা মধ্যবিত্তদের জন্য হঠাৎ করে কিনে ফেলা সহজ নয়।

আইফোন ১৫-এর দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। আর এর হাই-এন্ড মডেল অর্থাৎ আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ১,৯৯,৯০০ টাকা। তবে এত টাকা খরচ করা সকলের পক্ষে সম্ভব নয়। সেই কথা মাথায় রেখেই এবার এক দুর্দান্ত অফার নিয়ে হাজির অ্যাপেল সংস্থা। আইফোন ১৫-এর স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ৭৯,৯০০ টাকার ফোন এবার আপনি পেতে পারেন মাত্র ৩৫ হাজার টাকায়।

কীভাবে মিলবে এমন অফার?  

আইফোন 15-এর ১২৮ জিবি  ভেরিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা। এই স্মার্টফোনটি অর্ধেকেরও কম দামে পাওয়ার জন্য প্রথমে আপনাকে অ্যাপেল ইন্ডিয়া বা ইন্ডিয়া iStore এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ করুন আইফোন 15।

এরপরই সেখানে নানান ভেরিয়েন্ট চলে আসবে আইফোনের। সেখান থেকে ১২৮ জিবির অপশন বেছে নিন। এখানে ‘ব্যাঙ্ক ক্যাশব্যাক’ নামে একটি ট্যাব রয়েছে। আইফোন 15-র উপর ইতিমধ্যেই ৫০০০ টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছে HDFC ব্যাঙ্ক। এই অফার যোগ করলে দাম দাঁড়াবে ৭৪,৯০০ টাকা।

এই ফোন ৪৮,৯০০ টাকায় পেতে পারেন যদি আইফোন 12-র ৬৪ জিবি মডেল এক্সচেঞ্জ করেন। স্মার্টফোনটি ভালো অবস্থায় থাকলে এই অফারের লাভ তোলা যাবে। আবার কারও কাছে যদি আইফোন ১৩ থাকে এবং তিনি সেটা এক্সচেঞ্জ করতে রাজি হোন তাহলে এই দাম আরও কমে চলে আসবে ৩৫,০০০ টাকায়।

একইভাবে আইফোন ১৩ এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 37,000 টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছে অ্যাপেল। এক্সচেঞ্জ অফার সম্পর্কিত বিস্তারিত জানতে উক্ত ওয়েবসাইটে যেতে পারেন গ্রাহক।  

Back to top button
%d