রাজ্য

‘আগামীদিনে নিশ্চয়ই নোবেল পাবেন মুখ্যমন্ত্রী’, মমতার প্রশংসায় বড় মন্তব্য চিরঞ্জিতের, শুনতে হল কটাক্ষও

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই কারণে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে জমি শক্ত করার চেষ্টা করছে। চলছে সভা-মিছিল সবই। গতকাল, বুধবার বারাসাতের রবীন্দ্র ভবনে দুয়ারে সরকার প্রকল্পের এক অনুষ্ঠানে যোগ দেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক ভবিষ্যৎবাণীও করেন তিনি।

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর মন জুগিয়েই চলেন তাঁর দলের সকলেই। দলনেত্রীর প্রশংসা সবসময় লেগেই থাকে নেতা, মন্ত্রী থেকে শুরু করে দলীয় কর্মীদের মুখে। তবে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নোবেল পুরস্কার পাওয়ার কথা কেন উঠল? আসলে রাজ্যের নানান সমাজমূলক প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করেন চিরঞ্জিত চক্রবর্তী।

এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, “মহিলাদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রকল্পগুলি নিয়ে যে ভাবে বিশ্বজুড়ে চর্চা হচ্ছে, আগামী দিনে তিনি নোবেল পেতে পারেন”। তাঁর এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। কটাক্ষ করেছেন বিরোধীরা।

চিরঞ্জিতের এই মন্তব্য নিয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, “দুর্নীতির জন্য চোরেরা কিছু পুরস্কার দিলেও দিতে পারে। নোবেল কমিটি দেবে বলে মনে হয় না”।

এই ঘটনা নিয়ে শানাতে বাদ যায়নি সিপিএমও। চিরঞ্জিতের মন্তব্যের পাল্টা দেন উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান। তাঁর কথায়, “দুর্নীতিতে ছেয়ে গিয়েছে তৃণমূল। দু’দিন পরে দলটাই থাকবে কি না সন্দেহ। তখন কাকে নোবেল দেবে”।

Back to top button
%d bloggers like this: