রাজ্য

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা, বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার আদালতে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আজ, মঙ্গলবার চুঁচুড়া কোর্টে এই মামলা দায়ের করেন তৃণমূল নেতা। শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথায়, গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা ছিল বিজেপির। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, অসিত মজুমদার চাকরি কেলেঙ্কারিতে যুক্ত। বিধায়কের হাত ধরে নাকি বর্ধমানে অনেক চাকরি হয়েছে বেআইনিভাবে।

শুভেন্দু এও দাবী করেছিলেন যে পুরনিয়োগেও বিধায়কের হাত রয়েছে। তাঁর সেই দাবী প্রেক্ষিতে এবার তৃণমূল বিধায়ক পাল্টা দাবী করে জানান, শুভেন্দু অধিকারীর এই কথাগুলো সম্পূর্ণ এই ধরণের কথার জন্য সম্মানহানি হয়েছে তাঁর। আর সেই কারণেই মানহানির মামলা করেছেন তিনি। ।

এদিন মামলা করার পর অসিত মজুমদার বলেন, দেশের আইনের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। সকলের জন্য আইন এক। তাঁর কথায়, রাহুল গান্ধীর পদ যদি খারিজ হতে পারে, তাহলে মিথ্যে বলার জন্য শুভেন্দুর কোনও শাস্তি কেন হবে না?

অসিতের কথায়, “শুভেন্দুর জন্য আইন আলাদা নয়। তাঁকে কোর্টে এসে প্রমাণ করতে হবে যে তিনি যে অভিযোগ করেছিলেন সেগুলো। আর সত্যি না হলে তাঁর শাস্তি হওয়া দরকার”। এরপরই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল বিধায়ক বলেন, “যদি শুভেন্দুর অভিযোগ সত্যি হয়, তাহলে যা শাস্তি হবে সেটাও গ্রহণ করতে রাজি”।

Back to top button
%d bloggers like this: