মেয়েরাই মেয়েদের বড় শত্রু! ট্রেনে জায়গা রাখা নিয়ে বচসা, সিটে রাখা ব্যাগ সরিয়ে দেওয়ায় তরুণীকে ট্রেনের মধ্যেই মারধর মহিলার

প্রতিদিন লোকাল ট্রেনে কত ধরণের ঘটনা ঘটে। এর কিছু ঘটনা আমরা জানতে পারি, কিছুটা আমাদের অজানাই থেকে যায়। নিত্যযাত্রীরা প্রতিদিন ট্রেনে, বাসে যাতায়াত করতে কত রকমের কত অভিজ্ঞতার শিকার হন, তা কেবল তারাই জানেন। অনেক ধরণের হেনস্থা সহ্য করতে হয় অনেককেই। ফের এমনই এক ঘটনা সামনে এল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও যাতে এক তরুণী তাঁর সঙ্গে লোকাল ট্রেনে ঘটে যাওয়া এক ঘটনার কথা জানিয়েছেন। ফেসবুকে লাইভ করে তিনি জানান, তিনি শিয়ালদহ-কাটোয়া লোকাল ধরেন বেশ সকালেই দিকেই। সেই সময় ট্রেন মোটামুটি ফাঁকা। ট্রেনে ওঠার আগেই এক মহিলা জানলা থেকে ব্যাগ সিটে রেখে জায়গা দখল করেন বলে জানান ওই তরুণী।
এমন ঘটনা লোকাল ট্রেনে বা বাসে আমরা মাঝমধ্যেই দেখতে পাই যে বাসে বা ট্রেনে অনেকেই আগের থেকেই রুমাল বা কোনও জিনিস রেখে সিট দখল করে রাখেন। কিন্তু আসলে তো তেমনটা হওয়ার কথা নয়। নিয়ম অনুযায়ী, যিনি আগে আসবেন, তিনি আগে বসবেন। এই কথাটিই ওই তরুণী ওই সিট রাখা মহিলাকে বলেন। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেন নি।
তরুণী জানান, তিনি ট্রেনে উঠে ওই মহিলার ব্যাগটি সিট থেকে সরিয়ে দেন। আর এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তরুণী জানান, তিনি এমনটা করায় তাঁর উপর চড়াও হন ওই মহিলা। তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ জানান তিনি। শুধু তাই-ই নয়, ওই তরুণী যখন লাইভ ভিডিও করছিলেন, তখনও সেই অভিযুক্ত মহিলাকে দেখা যায় ওই তরুণীর সামনে এসে তাঁকে হুমকি দিতে, আর গায়ে হাত তুলতে।
এই গোটা ঘটনাটি সকলের সামনে তুলে ধরেন ওই তরুণী। তরুণী জানান তাঁর বাড়ি ত্রিবেণীতে। নেটিজেনরা তরুণীকে পরামর্শ দেন যাতে তিনি এই ঘটনাটি স্টেশনে রেল পুলিশকে জানান। জিআরপি-তে অভিযোগ জানানো কথাও বলেন অনেকে। এই ঘটনায় ওই মহিলার ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন নেটবাসী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দমদম স্টেশনে ঘটে যায় এমনই এক লজ্জাজনক ঘটনা। সেখানে ভিড় ট্রেন থেকে নামতে না পেরে দমদম স্টেশনে নেমে এক মহিলার জামা টেনে ছিঁড়ে দেন অন্য দুই মহিলাই। পরপর লোকাল ট্রেনে এমন সব ঘটনার কথা সামনে আসায় এখন অনেকের মুখেই একই কথা যে ‘মেয়েরাই মেয়েদের বড় শত্রু’।