রাজ্য

‘নিশীথ প্রামাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়া হবে’, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি উদয়নের

প্রায় বেশ কিছুমাস আগেই দিনহাটা উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) হুঁশিয়ারি (threat) শানিয়েছিলেন যে নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাম কোচবিহার থেকে মুছে ফেলা হবে। এবার গতকাল, বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (North Bengal Development Minister) উদয়ন গুহ ফের একবার হুঁশিয়ারি দিয়ে বললেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়া হবে।

দিনহাটার শুকারুর কুটি গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূলের একটি সভায় উদয়ন বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি। নিশীথ প্রামাণিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর আর এলাকায় ঢোকেনি। তাই আগামী লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার বন্দোবস্ত করতে হবে”।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে বিতর্কও দানা বেঁধেছে ঢের। একজন মন্ত্রী হয়ে এমন মন্তব্য যে তাঁর মুখে শোভা পায় না, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের পাশে আর মানুষ নেই। তাই সংবাদপত্রের শিরোনামে থাকার জন্য তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন। আগামী নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে”।

বলে রাখি, একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে উদয়ন গুহকে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এরপর থেকেই দুই নেতা মধ্যে তিক্ততা অন্য মাত্রা পায়। পরে নিশীথ সাংসদ পদ রেখে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর উপনির্বাচনে ওই দিনহাটা কেন্দ্র থেকেই ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভোটে জিতে বিধায়ক হন উদয়ন গুহ।

Back to top button
%d bloggers like this: