রাজ্য

‘আদালতে দেখা হবে’, তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ করায় শুভেন্দু ও তরুণজ্যোতিকে আইনি নোটিশ অপরূপার, থানায় অভিযোগও দায়ের

নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) যুক্ত রয়েছেন তিনি, এমনটাই অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। এবার এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। শুধু তাই-ই নয়, শুভেন্দু ও তরুণজ্যোতির বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

অপরূপার আইনজীবী জানান, “অপরূপার নাম করে একটি ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন ওই দু’জন। তাতে বলা হয়েছে, তিনি নাকি নিয়োগ দুর্নীতিতে যুক্ত। আমার মক্কেল অপরূপা এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি। আমরা দু’জনকেই মানহানির নোটিস পাঠিয়েছি”। ওই দু’জন অবিলম্বে যদি ক্ষমা না চান, তাহলে আদালতে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে। এমনটাও জানান অপরূপার আইনজীবী।

এই আইনি নোটিশ নিয়ে নিয়ে অপরূপা পোদ্দার বলেন, “শুভেন্দুদা এবং তরুণজ্যোতি তিওয়ারিদাকে সম্মান দিয়েই বলছি, আপনাদের বিরুদ্ধে কেস করলাম। শ্রীরামপুর থানাতেও অভিযোগ করলাম। এ বার আসল তথ্য সামনে আনুন। আদালতে দেখা হবে”।

প্রসঙ্গত, গ্রুপ সি নিয়োগে অপরূপা পোদ্দার বেশ কয়েকটি নাম সুপারিশ করেছিলেন বলে দাবী করে টুইট করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। শুধু তাই নয়, টুইটে বেশ কয়েকজনের নামের তালিকাও প্রকাশ করেন তিনি। সঙ্গে এও দাবী করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অপরূপা পোদ্দারকে গ্রেফতার করা উচিত। আবার,  তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৬ জন তৃণমূলে সাংসদ-বিধায়কের নাম প্রকাশ করেছিলেন যারা নিয়োগ দুর্নীতিতে যুক্ত। তাদের নাম ও কাদের চাকরির জনু সুপারিশ করেছেন তারা সেসবের তালিকা টুইট করেছিলেন তিনি। সেই সাংসদ-বিধায়কদের মধ্যে নাম ছিল অপরূপা পোদ্দারেরও।

তৃণমূল সাংসদের এই আইনি নোটিশ পাঠানো নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “যে সাংসদ বিরোধী দলের নেতাকে ন্যূনতম সম্মান না দেখিয়ে তুইতোকারি করে অসম্মান করতে পারেন, তাঁর পক্ষে যে কোনও ধরনের অন্যায় করা সম্ভব বলে আমরা মনে করি। অভিযোগ যখন উঠেছে তখন তার বিচার আইনত হবে। কিন্তু বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট কোম্পানি লিমিটেডের প্রকৃত চেহারা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। এর জন্য় বাংলার মানুষের সমর্থন তাঁর প্রতি দিন দিন বাড়ছে। সাংসদ যতই অসম্মানজনক কথাবার্তা বলুন এবং মামলার হুমকি দিন তাতে বিরোধী দলনেতার জনপ্রিয়তায় কোনও ভাটা পড়বে না। বরং তা দিন দিন বাড়বে।

অন্যদিকে, এই প্রসঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি জানান, “আফরিন আলি ম্যাডাম, আপনার নোটিস পেলে উত্তর নিশ্চয়ই দেব। তার আগে তৈরি হন সিবিআইকে উত্তর দেওয়ার জন্য। আর সংস্কৃতির কথা আপনার অথবা আপনার পরিবারের কারও মুখে মানায় না। আপনার স্বামীর সেই বিখ্যাত ভিডিওটা এখনও সংবাদমাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে। নারদা নিয়ে না হয় নতুন করে না-ই বা বললাম”।

Back to top button
%d bloggers like this: