রাজ্য

নাবালিকাকে ধ’র্ষ’ণ করে খু’ন! ভাঙচুর, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, পুলিশের সঙ্গে হাতাহাতি ক্ষিপ্ত জনতার, রণক্ষেত্র কালিয়াগঞ্জ

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীকে ধ’র্ষ’ণ করে খু’ন করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্ষিপ্ত জনতা। প্রতিবাদের জেরে চলে ভাঙচুর।

জানা গিয়েছে, ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কালিয়াগঞ্চের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সে বাড়ি থেকে বের হয় সে। তারপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের লোকজন নানান জায়গায় খোঁজ নেয়। কিন্তু কোনও লাভ হয়নি। কোথাও হদিশ মেলেনি ওই তরুণীর।

এরপর আজ, শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি নয়ানজুলিতে ভাসতে দেখা যায় ওই নাবালিকার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। অভিযোগ, এই ঘটনার পিছনে এলাকারই এক যুবক রয়েছে। ওই যুবকই নাকি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ করে খুন করেছে নাবালিকাকে।

পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাতে বাধা দেন। তাদের দাবী, অভিযুক্তকে আগে গ্রেফতার করতে হবে। ক্ষিপ্ত জনতাকে সরিয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলেই উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। চলতে থাকে ভাঙচুর। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্ষিপ্ত জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা টিয়ার গ্যাসের সেল ও রবার বুলেট ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় র‍্যাফ। ব্যাপক লাঠি চালিয়ে নাবালিকার দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। পুলিশের তাড়া খেয়ে আসেপাশের বাড়িতে ঢুকে যান বিক্ষোভকারীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে গোটা এলাকায় টহল দিচ্ছে  বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা ইট ছুড়ল বা নাবালিকার মৃত্যুর ঘটনায় কে জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Back to top button
%d bloggers like this: