রাজ্য

নবান্নে শাহ-মমতার বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হল, কোন বিষয়গুলি উত্থাপন করল রাজ্য? জেনে নিন বিস্তারিত

প্রায় দু ঘণ্টা চল্লিশ মিনিট ধরে এদিন নবান্নে বৈঠক চলল পূর্বাঞ্চলীয় পরিষদের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, তা নিয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, রেল ও কেন্দ্র সরকারের অব্যবহৃত জমির প্রসঙ্গটি এদিন উত্থাপন করা হয়েছে রাজ্যের তরফে। অমিত শাহ্‌’কে স্বাগত জানানোর সময় ১০০ দিনের কাজের টাকার বিষয়েও কথা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার পাচার সংক্রান্ত সমস্যা নিয়ে রাজ্য পুলিশের এক্তিয়ার এবং বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে দ্বন্দ্ব উঠেছে। বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার সীমান্তের ভিতরে ৫০ কিলোমিটার পর্যন্ত করে দেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে কেন্দ্রের এই নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। রাজ্যের তরফে আমলারা এদিনের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সহমত পোষণ করেন বলে খবর।

শুধু তাই-ই নয়, এদিনের এই বৈঠকে রেলের নানান অব্যবহৃত জমিগুলিকে রাজ্য সরকার কোনও গঠনমূলক কাজে ব্যবহার করতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়, সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

মূলত রেলের নানান অব্যবহৃত জমিতে যেখানে বস্তি তৈরি হয়ে গিয়েছে, সেখানে গরিব মানুষদের পাট্টা দেওয়ার কোনও ব্যবস্থা করা যায় কি না, সেই বিষয়টি উত্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু রেলের জমিই নয়, রাজ্যের মধ্যে থাকা কেন্দ্রের নানান প্রকল্পের অব্যবহৃত জমিও যাতে গঠনমূলক কাজে ব্যবহার করা যায় সেই বিষয়টিও বিবেচনা করার জন্য বলা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী যখন অমিত শাহকে স্বাগত জানাচ্ছিলেন, সেই সময়েও রাজ্যের তরফে একশো দিনের কাজের টাকার বিষয়টি = কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী।

Back to top button
%d bloggers like this: