রাজ্য

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, ২১শে জুলাই মিটতেই অভিষেকের বিরুদ্ধে দায়ের দুটি এফআইআর

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ আগস্ট রাজ্যের সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই বক্তব্যকে সামনে রেখেই রবীন্দ্র সরোবর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী। তাঁর কথায়, বাড়ি ঘেরাও করা বেআইনি। আবার একুশে জুলাইয়ের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের INDIA শব্দ ভুল ব্যবহার নিয়েও হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, “ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন”। তিনি এটা স্পষ্ট করে দেন যে বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের ছেড়ে দিতে হবে।

তাঁর এই বক্তব্যের পর একুশের মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী ম,তা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্যকে খানিক শুধরে দিয়ে তিনি বলেন, “বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে”। মূলত একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল।

তবে অভিষেকের বক্তব্যকে সামনে রেখেই প্রতিবাদ করে গেরুয়া শিবির। তৃণমূল নেতার বক্তব্য নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায়। তাঁর সেই বক্তব্যের ভিত্তিতে দায়ের করা হয়েছে এফআইআর। আবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই INDIA শব্দের ভুল ব্যবহার নিয়েও অভিষেকের বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয়েছে হেয়ার স্ট্রীট থানায়।

Back to top button
%d bloggers like this: