রাজ্য

‘ব্লক যেন বিরোধী শূন্য থাকে’, ফেসবুকে দলের নেতাদের উদ্দেশে বার্তা উদয়নের, বিরোধীদের ভয় দেখাতেই কী এমন বার্তা?

এমনিতে মাঝমধ্যেই তিনি নানান মন্তব্য করে বারবার বিতর্কে জড়ান। পঞ্চায়েত নির্বাচনের আগেও একাধিকবার হুঁশিয়ারি শানাতে শোনা গিয়েছে তাঁকে। আর তা নিয়ে সমালোচনাও কম হয়নি। এবার ফের একবার তাঁর ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হল বিতর্ক। দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশে ব্লক বিরোধী শূন্য রাখার বার্তা দিলেন এবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

দিনহাটার ২ নম্বর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতকে বিরোধী শূন্য রাখতে হবে। নিজের অনুগামীদের এমনই বার্তা দিয়েছেন দিহাটার বিধায়ক। বিরোধীদের ভয় দেখাতেই কী এমন বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশে উদয়ন বলেছেন, “আমার দাবী বিরোধী শূন্য ব্লক চাই”। এই নিয়ে বিরোধীদের একাংশ বলছে, আসলে বিরোধীদের ভয় দেখতেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন উদয়ন। তা না হলে দলের অন্দরেই নেতাদের এমন বার্তা দিতে পারতেন তৃণমূল মন্ত্রী।

এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার নানান বার্তা দিতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। কখনও তিনি আক্রমণ শানিয়েছেন নিশীথ প্রামাণিককে তো কখনও আবার হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদারকে। এমনকি তিনি এমনও হুমকি দিয়েছেন যে বিজেপি নেতারা কোথাও যদি সভা বা বৈঠক করেন, তাহলে ওই অঞ্চলের নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

উদয়নের এহেন বার্তার প্রেক্ষিতে বিজেপির দিনহাটা মণ্ডলের সভাপতি অজয় রায় দাবী করেছেন, বিরোধীদের শেষ করার পরিকল্পনা নিয়েই এই পোস্ট করেছেন তৃণমূল নেতা। বিজেপি নেতার কথায়, “উনি একজন ক্রিমিনাল। ক্রিমিনালের মতোই আচরণ করছেন। ইতিমধ্যেই বিজেপির ২ জন কর্মী খুন হয়েছে। আরও খুনের পরিকল্পনা করতেই এমন পোস্ট করেছেন উদয়ন গুহ”।

Back to top button
%d bloggers like this: