‘বিজেপিকে ঝাঁটাপেটা করে এলাকা ছাড়া করতে হবে’, মঞ্চে বসে মমতা, ভরা সভাতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ উদয়নের

নানান সময় নানান মন্তব্য করে বারবার বিতর্কের মাঝে উঠে এসেছেন তিনি। তাঁর নানান মন্তব্য দলকে অস্বস্তিতেও ফেলেছে বারবার। কিন্তু তাঁর মধ্যে কোনও বদল আসে নি। এবার তৃণমূল সুপ্রিমোর সামনেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপিকে ঝাঁটাপেটা করার নিদান দিলেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য উত্তরবঙ্গ গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার কোচবিহারের চান্দামারিতে সভা করেন তিনি। এদিন সভা শুরুর প্রথম থেকেই বিজেপিকে নানান ইস্যু নিয়ে বিঁধতে থাকেন মমতা। তাঁর সুরেই সুর মিলিয়ে বিজেপিকে একটানা আক্রমণ করেন উদয়নও।
এদিন তৃণমূল বিধায়ক বলেন, এ“এবার বিজেপিকে এই জেলা থেকে মুছে দিতে হবে। সেই শপথ আমাদের প্রতিটা নেতা-কর্মীকে নিতে হবে। আমরা যদি সেটা না পারি তাহলে আগামীতে আমাদের এই মঞ্চে বসার অধিকার থাকবে কি না সেটা ভবিষ্যতে ভেবে দেখতে হবে। আমরা শুধু দিদির কাছ থেকে, দলের কাছ থেকে নিয়ে যাব, আর দলকে ফেরত যাওয়ার বেলায় চুপ করে বসে থাকব এটা হতে পারে না”।
এখানেই শেষ নয়। গেরুয়া শিবিরকে আরও কটাক্ষ করে উদয়ন বলেন, “বিজেপি নানাভাবে গুন্ডামি শুরু করেছে এই জেলায়। প্রশাসন প্রশাসনের কাজ করবে, পুলিশ পুলিশের কাজ করবে। কিন্তু, বারবার এই ঘটনা ঘটতে থাকলে আমি মা-বোনদের বলব ঝাঁটা হাতে তৈরি থাকবেন। যেখানে বিজেপি ঝামেলা করবে সেখানেই ঝাঁটা পেটা করে ওদের এলাকা ছাড়া করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ে আছে বলে আমাদের মা বোনেরা তিনবেলা সন্তানের মুখে ভাত দিতে পারছে। এ কথাটা মনে রাখতে হবে”।
এদিন এই সভা থেকেই আবার ‘দুষ্টু’ কর্মীদের বাগে আনতে চড় মারার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের ভুলের জন্য ক্ষমা চান তিনি। আর এই নিয়ে কটাক্ষ করে বিজেপি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের লোকজনের এবার হেলমেট পরে ঘোরা উচিত। তৃণমূলের লোকজনের তো মার খাওয়ার ব্যবস্থা করে এলেন মুখ্যমন্ত্রী”।