রাজ্য

‘১১ বছরে আমি যা করেছি, চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীর কেউ সেটা করতে পারেনি’, ভোট প্রচারে গিয়ে সগর্বে দাবী মমতার

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার কোচবিহার ১ নং ব্লকে চান্দামারিতে জনসভা করেন তিনি। এদিনের এই সভামঞ্চ থেকে কেন্দ্রকে শানানোর পাশাপাশি বিএসএফকেও একহাত নেন মমতা। এও দাবী করেন, “১১ বছরে আমি যা করেছি, চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীর কেউ সেটা করতে পারেনি”।

এদিন প্রচারের শুরুতেই বিএসএফ-কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলাতেই বিএসএফের গুলিতে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, “গুলি করা যেন অধিকার হয়ে উঠেছে। আমার কাছে খবর আছে, সীমান্ত পাহারা দেওয়ার নামে লোকজনকে ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। কিন্তু আমি বলছি, কেউ ভয় পাবেন না। পুলিশে খবর দিন”।

এদিন এক স্বজনহারা পরিবারের সদস্যদের পাশে নিয়ে তিনি বলেন, “আপনারা ওদের হয়ে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন। ওরা সন্তান হারিয়েছে। ওরা সব হারিয়েছে। কোচবিহারে গুলি করা মারাটা যেন একটা অধিকারের মধ্যে পড়ে গিয়েছে। এরা করবে দেশ শাসন”।

মমতার কথায়, “আমি সবাইকে খারাপ বলি না। কিন্তু, আমি নিশ্চয় প্রশাসনকে বলব নজর রাখতে। ১৫ কিলোমিটার যেটা ছিল সেটা গায়ের জোরে একতরফাভাবে ৫০ কিলোমিটার করেছে। আমার কাছে খবর আছে নির্বাচনের সময় বর্ডারে বর্ডারে গিয়ে আপনাদের তাঁরা ভয় দেখাবে। বলবে তুলে নেব। সিবিআই লাগাব, ইডি লাগাব। আমি বলি কিছু করতে পারবে না। আইনত আইন-শৃঙ্খলা রাজ্য সরকারের আওতায় পড়ে। কেন্দ্র সরকারের আওতায় পড়ে না”।

এরপরই তৃণমূল সুপ্রিমো দাবী, “আমরা ১১ বছরে যা করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীর কেউ করতে পারেনি। আজকে বাংলা মডেল তৈরি হয়ে গিয়েছে। তাই বিজেপি আমাদের উপর হিংসা করে। ওদের হিংসা করতে দিন। ওরা দেশটাকে বেচে দিতে চায়। ওদের আমরা দেশ বেচতে দেব না। মনে রাখবেন ওদের ডাবল ইঞ্জিন একটা পঞ্চায়েত নির্বাচনে ফুটো হবে আর একটা লোকসভা নির্বাচনে ফুটো হবে। তাই মানুষের সরকারকে ভোট দিন। মানুষের সঙ্গে থাকুন। যদি আমাদের কেউ কোনও দুঃখ দিয়ে থাকে আপনাদের তাহলে আমি তাঁদের হয়ে হাতজোড় করে ক্ষমা চাইছি। ভুল বুঝবেন না। যদি কেউ দুষ্টুমি করে দুটো চড় মারবেন। এই অধিকার আমি আপনাদের দিয়ে গেলাম”।

Back to top button
%d bloggers like this: