হাড়কাঁপানো ঠাণ্ডায় জবুথবু বঙ্গবাসী, ২ জেলায় চলবে শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপট গোটা দক্ষিণবঙ্গ জুড়ে

ডিসেম্বরে গায়েব হয়ে গেলেও নতুন বছর যেন শীতকে সঙ্গে করেই নিয়ে এসেছে। বেশ জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য। কেউ কেউ উপভোগ করছেন তো কারোর আবার জমে যাওয়ার জোগাড়। আজ, রবিবারও বেশ জাঁকিয়ে শীত রাজ্যে। আজও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম।
তবে গতকালের তুলনায় আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গতকাল, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। আবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২২.১ ডিগ্রিতে যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের কথায়, আজ, রবিবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এদিন দিনভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে জানা গিয়েছে। আগামী তিনদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। এরপর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ভোর-সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।