রাজ্য

স্বস্তির বৃষ্টি নয়, বরং ফের তাপপ্রবাহ বয়ে আনছে ‘মোকা’, ঘূর্ণিঝড়ের আগে ফের রাজ্যের তাপমাত্রা ছাড়াবে ৪০-এর কোঠা

ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন মৌসম ভবনের আবহবিদরা। তবে এর আগে ফের রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ফের তাপমাত্রার পারদ ছাড়াতে পারে ৪০ ডিগ্রি।

গতকাল, সোমবারই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ, মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। আর এরপরই সেখান থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মোকা’। তবে এর আগে বাংলার তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে।

সোমবার মৌসম ভবনের এক শীর্ষস্থানীয় আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ‘মোকা’র পরোক্ষ প্রভাবেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছেন তিনি।

মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস প্রবেশ করছে। আর সেই কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে বাংলার তাপমাত্রা বৃদ্ধি পাবে। নিম্নচাপ থাকলেও স্থলভাগ থেকে সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে ঘূর্ণিঝড়।

আর এর ফলেই ফের নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম পড়বে। বৃহস্পতিবারের আগে পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে মৌসম ভবনের তরফে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপে তুমুল বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও আবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭৯ কিলোমিটারও হতে পারে বলে জানা গিয়েছে মৌসম ভবনের তরফে।

Back to top button
%d bloggers like this: