রাজ্য

জোড়া ঘূর্ণাবর্ত সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার দাপট, তুমুল দুর্যোগ ঘনাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কপালে, পাহাড়েও জারি সতর্কতা

একে তো জোড়া ঘূর্ণাবর্তের জেরে চিন্তার শেষ নেই, তার উপর আবার দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ঘোর দুর্যোগ নামছে বঙ্গে। এবার বাংলাতেও বানভাসি অবস্থা হবে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কোথায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত ঘনিয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূলের দিকে রয়েছে এর অভিমুখ।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কর্নাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে। আবার প্রবল শক্তি নিয়ে ফিরে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা। তা এখন অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গেই মৌসুমী অক্ষরেখার দাপটে তুমুল বৃষ্টি হচ্ছে উত্তরভারতে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। আজ, বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা সেভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। রবিবারের পর থেকে পুনরায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Back to top button
%d bloggers like this: