WB Election 2021: কে হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? কে সেই বাংলার ভূমিপুত্র? নতুন পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে

২০১১ সালে নতুন কর্মসূচী, নতুন উদ্যম নিয়ে বাংলায় পরিবর্তনের হাওয়া নিয়ে মাঠে নেমেছিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম শাসনকে পরাজিত করে জিত ছিনিয়ে এনেছিল তৃণমূল। সেই ঘটনা দাগ কেটেছিল রাজ্যবাসীর মনে।
এবার এক দশক পর সেই একই রাজনীতির খেলা দেখা যাচ্ছে বঙ্গে। শুধু তফাৎ এটাই যে ২০১১ সালে শাসকদলের জায়গায় ছিল বামফ্রন্ট ও বিরোধী পক্ষ ছিল তৃণমূল। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনে শাসকদলের ভূমিকায় রয়েছে তৃণমূল ও তাদের প্রধান বিরোধী পক্ষ হল বিজেপি। নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলই যথাসাধ্য প্রচারে নেমেছে। শাসকদল প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের গদি টিকিয়ে রাখার জন্য। অন্যদিকে, গেরুয়া শিবিরও কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছে বাংলায় আধিপত্য বিস্তারের আশায়। তাই এই বছরের নির্বাচন যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? জানিয়ে দিলেন অমিত শাহ
নির্বাচনের প্রাক্কালে নতুন স্লোগান নিয়ে হাজির হয়েছে সবকটি রাজনৈতিক দলই। তবে এবারের নির্বাচনে মূল লড়াই যে তৃণমূল বনাম বিজেপি হতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। একে অপরকে টেক্কা দিতে শুরু হয়েছে স্লোগান। তৃণমূলের পক্ষ থেকে স্লোগান উঠেছে ‘ বাংলা আবার তাদের ঘরের মেয়েকেই চায়”। তৃণমূলের মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা তো আগের থেকেই ঠিক রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হতে চলেছে?
অবশেষে বিজেপির পক্ষ থেকে এখন বিভিন্ন রকম পোস্টার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যেছে।এই পোস্টারে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি। তাতে লেখা ‘পশ্চিমবঙ্গ ঘরের ছেলেকেই চায়’। এবার এটা আদৌ বিজেপির পক্ষ থেকে সরকারীভাবে দেওয়া হয়েছে কী না, এ নিয়ে কিছু জানা যায়নি। তাই এ নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে যে তাহলে কী বিজেপির মুখ্যমন্ত্রী ঠিক হয়ে গেল? তাহলে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দেখা যাবে তাঁরই এককালের সৈনিক শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।
আরও পড়ুন- ফের রং বদলের ইঙ্গিত! দিলীপ ঘোষের সঙ্গে দেখা বিদায়ী তৃণমূল কাউন্সিলরের, চলল মিষ্টিমুখ পর্ব
প্রসঙ্গত, গত বছর থেকেই দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন শুভেন্দু অধিকারী। এরপর গত ডিসেম্বর মাসে অমিত শাহ্’র সভাতে বিজেপিতে যোগ দেন তিনি। অমিত শাহ আগেই বলেছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও ভূমিপুত্র। শুভেন্দু অধিকারীই কী সেই ভূমিপুত্র, এখন সেই প্রশ্নই উঠেছে রাজনৈতিক মহলে।